এবার চিন্তা বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। ইতিমধ্যেই ওড়িশায় ৫ জন অ হিমাচল প্রদেশে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে স্ক্রাব-এর সংক্রমণে। দেশে হু-হু করে সংক্রমণ ছড়াচ্ছে এই স্ক্রাব টাইফাস। ওড়িশায় ইতিমধ্যেই ৫ জনের মৃৃত্যু হয়েছে, আরও বেশ কয়েকজন আক্রান্ত, তাঁরা সকলেই চিকিৎসাধীন রয়েছেন এবং এই মুহুর্তে সুস্থ আছেন বলেই প্রশাসনের পক্ষ থেকে জনানো হয়েছে। হিমাচল প্রদেশের অবস্থা আরও সংকটজনক। ইতিমধ্যেই কমপক্ষে ৯ জনের মৃত্যু হলেও সর্বমোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০। সভাবতই স্ক্রাব টাইফাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দেশে।
মূলত বিভিন্ন পশু এবং ঝোপঝাড়ে থাকা একটি বিশেষ ধরণের পোকার কামড় থেকেই এই সংক্রমণ ছড়ায়। কি করে চিনবেন সংক্রমন- কাঁপুনি দিয়ে প্রবল জ্বর থেকে শুরু করে মাথা ব্যাথা, গা-হাত-পা ব্যাথা, শুকনো কাশি, চোখ লাল হওয়া ছাড়াও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসিসের মত সমস্যা, লিভার বেড়ে যাওয়া এবং মেনিনজাইটিসের সমস্যা দেখা দিতে পারে। এই উপসর্গ থাকলে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে হবে। নইলে রোগীর মৃত্যুও হতে পারে।