কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনল তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ দায়ের করেন।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়া এবং নৈহাটি কেন্দ্র। জোড়াফুল শিবিরের অভিযোগ, গত রবিবার ২৭ অক্টোবর উত্তর ২৪ পরগণার পেট্রোপোলে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে নিয়মভঙ্গ করেছেন শাহ।
এ দিন তিনি এই এলাকায় ইন্টিগ্রেটেড চেক পয়েন্ট, প্যাসেঞ্জার টার্মিনাল ও মৈত্রী দ্বার উদ্বোধন করেন। তৃণমূলের দাবি, নির্বাচনী আচরণবিধি লাগু থাকা অবস্থায় দলীয় স্বার্থে কোনওভাবেই অফিসিয়াল এয়ারক্রাফট, গাড়ি, মেশিনারি, লোকজন ব্যবহার করা যাবে না।
তৃণমূলের দাবি, এই সভা থেকে অমিত শাহ রাজনৈতিক কথাবার্তা বলেছেন। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননার করার জন্য তিনি নানা রাজনৈতিক মন্তব্য করেছেন। তিনি ওই মঞ্চ থেকে বলেছেন ২০২৬ সালে পরিবর্তন হবে। সরকারি কর্মসূচি আর রাজনৈতিক কর্মসূচির মধ্য়ে কোনও ফারাক রইল না।
তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অমিত শাহকে শো-কজের আর্জি জানানো হয়েছে। এখন দেখার জোড়াফুল শিবিরের এই আবেদনের ভিত্তিতে কী পদক্ষেপ করে নির্বাচন কমিশন।