ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ-এ নতুন নিয়ম, ধরবে না পুলিশ! জানুন বিস্তারিত। এম ভারত নিউজ

admin

মদ্যপান পরিমিত হলে গাড়ি চালানোয় বাধা নেই। কিন্তু মদ্যপান কতটা তা যাচাই করতে হবে।

0 0
Read Time:2 Minute, 12 Second

মদ খেয়ে গাড়ি চালানো নিয়ে বারবার সতর্ক করেছে কলকাতা পুলিশ, তবুও টনক নড়েনি সাধারণ মানুষের। হামেশাই দুর্ঘটনা ঘটে শহরে। মদ খেয়ে গাড়ি চালানো নিয়ে কড়াকড়ি করেছে কলকাতা পুলিশ। শহরবাসীর অভিযোগ, মদ খেয়ে সংযত হয়ে গাড়ি চালালেও পুলিশ তাদের হেনস্তা করছে। তবে সম্প্রতি, কলকাতা পুলিশ জানিয়েছে, মদ্যপান পরিমিত হলে গাড়ি চালানোয় বাধা নেই। কিন্তু মদ্যপান কতটা তা যাচাই করতে হবে।

কয়েকদিন আগে বণিকসভার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কথা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানে তিনি জানান, স্বীকৃত পানশালাগুলি থেকে মদ্যপান করে বেরোলে তার উপযুক্ত প্রমাণ স্বরূপ একটি লিখিত বয়ান দেবে ওই পানশালা। তাহলে আর পুলিশি হেনস্তার মুখে পড়তে হবে না। আর যারা অতিরিক্ত মত পান করেছেন তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব নিতে হবে পানশালা কর্তৃপক্ষকেই।

আর এতেই বেঁকে বসেছে পানশালা কর্তৃপক্ষগুলি। তাদের আশঙ্কা, এমনিতেই পুলিশি হেনস্থার ভয় পানশালাগুলিতে গ্রাহকের সংখ্যা কমছে। এমনটা হলে ব্যবসার ক্ষেত্রে সমস্যা হবে। তবে মদ্যপানে রাশ টানতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে লালবাজারের তরফে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় খবর! সাগরের পুণ্যার্থীদের জন্য বিশেষ ট্রেন। এম ভারত নিউজ

শিয়ালদহ দক্ষিণ শাখার স্টেশনগুলিতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে পথভোলা যাত্রীদের সাহায্যের জন্যে।

Subscribe US Now

error: Content Protected