বিতর্কিত মন্তব্য, মহুয়ার গ্রেফতারের দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 45 Second

কালী তথ্যচিত্রের পোস্টার নিয়ে কিছুদিন ধরেই বিতর্ক সৃষ্টি হয়। কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টার নিয়ে সারা দেশ জুড়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিক্ষোভ দেখায়। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানে কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টার নিয়ে মহুয়া মৈত্রকে প্রশ্ন করা হলে মহুয়া মৈত্র বলেন “আমার কাছে কালি এমন একজন দেবী, যিনি মদ মাংস খান। আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করেই ঈশ্বরকে কল্পনা করার”। এরপরই মহুয়া মৈত্রের বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সারা দেশ জুড়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি ওঠে। এরপরই দল জানায়, মহুয়া মৈত্রের কথাকে তৃণমূল সমর্থন করে না, এটা সম্পূর্ণভাবে তার নিজস্ব ব্যক্তিগত মতামত। এরপরই সোচ্চার হয়ে ওঠে বিজেপি সহ সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাদের সকলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি করেছেন, তেমনি একইভাবে মহুয়া মৈত্রকে তাঁর গ্রেফতার করানো উচিত। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানান, রাজ্য সরকারকে ৭-৮ দিনের মধ্যে মহুয়া মৈত্রকে গ্রেপ্তার করতে হবে না হলে কৃষ্ণনগর জুড়ে আন্দোলন শুরু হবে, এবং আদালত পর্যন্ত যাবে। অন্যদিকে বউবাজার থানায় বিজেপির মহিলা মোর্চা মহুয়া মৈত্রকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন জমা দেয়। মা কালীকে নিয়ে এভাবে খারাপ মন্তব্য কোনও দিনই মানা যায় না, মহুয়া মৈত্রকে গ্রেফতার না করলে তাঁরা ধরনায় বসবেন বলেই জানিয়েছেন। ইতিমধ্যেই রবীন্দ্র সরোবর, রঘুনাথপুর থানা সহ ৪০ টি জায়গায় FIR করা হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এছাড়াও জানা যাচ্ছে মধ্যপ্রদেশের কিছু জায়গাতেও মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবারে সোনার মুদ্রা চালুর সিদ্ধান্ত নিল জিম্বাবয়ে । এম ভারত নিউজ

বিশ্বের অনেক দেশেই বার বার পড়েছে অর্থনৈতিক সংকটে। মুদ্রাস্ফীতির কবলে সবথেকে খারাপ অবস্থা লেবানন সিরিয়ার মত দেশগুলির, যাদের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে, দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া। শ্রীলঙ্কার মতন জিম্বাবয়েও পড়েছে বিদেশি মুদ্রার সংকটে। মুদ্রাস্ফীতির ফলে জিম্বাবয়ের অর্থনীতি সম্পূর্ণ ভাবে ধ্বংসের মুখে পড়েছে। জানা গিয়েছে, এই অবস্থায় জিম্বাবয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক সোনার মুদ্রা […]

Subscribe US Now

error: Content Protected