হড়পা বানে ভাসছে অন্ধ্র, জোরকদমে শুরু উদ্ধারকার্য। এম ভারত নিউজ

admin

অতি ভারী বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলে মৃত্যু হল ১৭ জনের, নিখোঁজ শতাধিক মানুষ। রাজ্য প্রশাসন সূত্রের খবর, এই ভারীবৃষ্টির জেরে শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের।

0 0
Read Time:2 Minute, 46 Second

অতি ভারী বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলে মৃত্যু হল ১৭ জনের, নিখোঁজ শতাধিক মানুষ। রাজ্য প্রশাসন সূত্রের খবর, এই ভারীবৃষ্টির জেরে শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের। এই মুহূর্তে নিখোঁজ ১২ জন। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল থেকেই কাদাপা এবং অনন্তপুর জেলায় শুরু হয় প্রবল বৃষ্টি। যার জেরে আচমকাই হড়পা বানের সৃষ্টি হয়। আর যার জেরে নিখোঁজ শতাধিক মানুষ। চেয়ুরু নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ায় কাড়াপা এবং অনন্তপুর জেলায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। স্থানীয় সূত্রে খবর, তিরুমালা মন্দিরও জলমগ্ন হয়ে পড়ায় সেখানে আটকে পড়েছেন বহু পুণ্যার্থী। তাঁদের খাওয়াদাওয়ার দায়িত্ব নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার পথে ধস নামায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। এই মুহুর্তে বৃষ্টির জেরে সবচেয়ে ভয়াবহ অবস্থা কাড়াপা জেলায়। বায়ুসেনার বিমানের পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলও। প্রশাসন সূত্রে খবর, কাড়াপা জেলায় হড়পা বানে ভেসে গিয়েছে একটি যাত্রিবোঝাই সরকারি বাস। তৎপরতার সঙ্গে বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করা গেলেও ইতিমধ্যেই ১২ জন ভেসে গিয়েছেন বলেই জানা গিয়েছে। অন্য দিকে স্থানীয় প্রশাসন সূত্রে খবর রাজমপেটের মণ্ডপল্লি, আকেপাড়ু এবং নন্দলুরুতে ভেসে গিয়েছেন ৩০ জন। তিরুপতি থেকে কাড়াপা যাওয়ার সড়ক এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন এবং ট্রেন চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আমেরিকার সাময়িক দায়িত্ব সামলাবেন কমলা হ্যারিস। এম ভারত নিউজ

সেদেশের ইতিহাসে তিনিই প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। আবার প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও তিনিই। এবার ভারতীয় বংশোদ্ভূত সেই কমলা হ্যারিসের হাতেই সাময়িক ভাবে আমেরিকার দায়িত্ব তুলে দিতে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

Subscribe US Now

error: Content Protected