স্বাস্থ্য নিয়ে বড় ঘোষণা রাজ্যে, জানুন বিস্তারিত। এম ভারত নিউজ

Mbharatuser

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের বড়সড় ঘোষণা। গ্রামের অনুকরণে এবার শহরেও সুস্বাস্থ্য কেন্দ্র

0 0
Read Time:2 Minute, 50 Second

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের বড়সড় ঘোষণা। গ্রামের অনুকরণে এবার শহরেও সুস্বাস্থ্য কেন্দ্র (হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টার) গড়ে তোলার উদ্যোগ নিল তৃণমূল সরকার। অনেক আগেই জেলাগুলিতে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। যার দরুন অনেক উপকৃত হয়েছেন সাধারণ মানুষ থেকে দরিদ্র জনগণ । এবার থেকে শহরের সমস্ত পুর এলাকাগুলিতেও এইসব স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যে। প্রতিটি পুর এলাকায় মোট ৩৬৭টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে বলে সেখানে বলা হয়েছে। সেখানে উন্নত পরিকাঠামোর পাশাপাশি মিলবে টেলিমেডিসিনের সুবিধাও। আর নতুন বছরের শুরু থেকেই যাতে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি চালু করা হয় সেটিরও উল্লেখ আছে এই নির্দেশিকায়।

পুর এলাকার উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত করা হবে বলে ঠিক করা হয়েছে। এখনও অবধি নির্দেশিকায় বলা হয়েছে যে আলিপুরদুয়ারে ১টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। হাওড়া জেলায় তৈরি হবে ৮৯টি সুস্বাস্থ্য কেন্দ্র। বালিতে ১২টি ও উলুবেড়িয়ায় ৭টি কেন্দ্র তৈরি হবে। বিধাননগর পুর এলাকা এবং আসানসোলে তৈরি হবে ২০ টি করে সুস্বাস্থ্য কেন্দ্র। হুগলি জেলার চন্দননগরে ৫টি এবং শ্রীরামপুরে ৬টি কেন্দ্র তৈরি হবে। পানিহাটি ও ভাটপাড়ায় তৈরি হবে ১০ টি কেন্দ্র। দুর্গাপুর ও শিলিগুড়ি পুরসভা ১৮টি করে সুস্বাস্থ্য কেন্দ্র পাবে। এই সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য নতুন অর্থবর্ষে আলাদা অর্থ বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে গ্রামের পর এবার শহরের মানুষের স্বাস্থ্যের প্রতিও ওয়াকিবহাল হল রাজ্য সরকার।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শীতপ্রেমীদের জন্য সুখবর! তাপমাত্রার পারদ নামছে জেলা থেকে শহরে। এম ভারত নিউজ

কলকাতা এবং জেলাগুলিতে উত্তর-পশ্চিম দিক থেকে কনকনে শীতল হাওয়া বইতে শুরু করবে।

Subscribe US Now

error: Content Protected