আজ ব্যারাকপুরে গো ব্যাক স্লোগান সহ, বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ চক্রবর্তীকে। তৃণমূলের আরও এক হেভিওয়েট প্রার্থী হলেন রাজ চক্রবর্তী। কিছুদিন আগে তৃণমূলে যোগদান করেছেন তিনি পাশাপাশি , আজই ভাগ্যনির্ধারণ হতে চলেছে এই তারকা প্রার্থীর । ব্যারাকপুরের লালকুঠি ভোটদান কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। আজ সকালেই ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শনে যান রাজ চক্রবর্তী। দলে যোগদানের পরেই টিকিট দেওয়া হয় রাজ চক্রবর্তীকে ফলে তারকা প্রার্থীকে দেখবার জন্য প্রায় প্রতিদিনই উৎসব শেষ ছিল না সাধারণ মানুষের । দলে যোগদানের পর থেকেই ভোট প্রচার কেন্দ্র করে জোর কদমে কাজে লেগে পড়েছিলেন তিনি। প্রায় প্রতিদিনই কোন না কোন জনসভায় এবং রোড শোতে দেখতে পাওয়া যাচ্ছিলো এই তারকা প্রার্থীকে।প্রতিদিনের রোড শোতে কাতারে কাতারে মানুষ ভিড় করলেও আজ ভোট দান কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। সাংবাদিকদের সামনে তিনি বলেন বিজেপির কর্মী-সমর্থকদের তিনি অনুরোধ জানিয়েছেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে দেওয়ার জন্য। তবে তাঁরা ক্যামেরার সামনে আসার চেষ্টাতেই এই ধরনের বিক্ষোভ করছে। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হওয়ার পরে তিনি বলেছিলেন , “আমি একজন প্রার্থী। আমায় তারকা হিসেবে দেখবেন না। তারকা হিসেবে নিজেকে ভাবলে রাস্তায় নেমে কাজ করতে পারব না। আমায় একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এবং আমি সেটি গ্রহণ করলাম।”
রাজ চক্রবর্তীকে ‘গো ব্যাক’ স্লোগান ব্যারাকপুরে । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 20 Second