হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭০ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা। জানা যাচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। এছাড়াও চিকিৎসকরা তাঁর ফুসফুসে একটি প্যাচ খুঁজে পেয়েছেন। জানা যাচ্ছে এর আগেও বেশ কয়েকবার বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অসুস্থতা নিয়ে গুজব রটেছিল । তবে এইবার এই খবরটি বর্ষীয়ান অভিনেতার ম্যানেজারের তরফ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য তাঁর ফুসফুসে পাওয়া প্যাচের কারণেই আগামী দিন দুয়েক হাসপাতালে থাকতে হবে বর্ষীয়ান এই অভিনেতাকে। পাশাপাশি তাঁর সঙ্গেই হাসপাতাল উপস্থিত রয়েছেন তাঁর স্ত্রী রত্না পাঠক।
নাসিরুদ্দিনের ম্যানেজার বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমের কাছে জানান, “নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিন। চিকিৎসকরা নজরে রাখবেন বলেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ফুসফুসে যে প্যাচ ধরা পড়েছে, তার চিকিৎসার জন্য হাসপাতালে ভক্তি করানো জরুরি ছিল। ওঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অভিনেতার করোনা পরীক্ষা হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে তাঁর পরিবারের তরফে কিছু জানানো হয়নি।” হিন্দি সিনেমার জগতে একজন বিদেশীর ভূমিকাতেই বেশ কয়েকবার দেখা গেছে এই বর্ষীয়ান অভিনেতাকে। এছাড়াও ইতিমধ্যেই ইংরেজি চলচ্চিত্রে বেশ কয়েকবার কাজ করতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। বলিউড থেকে শুরু করে হলিউড সর্বত্র একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। ৭০ বছরের এই জীবনে অভিনয় দক্ষতা দিয়ে বহু মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি । তাই তাঁর এই অসুস্থতার খবর শোনা মাত্রই চিন্তায় পড়েছেন তাঁর অনুগামীরা। ইতিমধ্যেই বি-টাউনের অনেকেই টুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন।