মৎসজীবীদের জন্য নয়া কার্ডের ঘোষণা মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 33 Second

এবার মৎস্যজীবীদের সাহায্যার্থে নয়া কার্ড চালুর কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের শিল্পীদেরও পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক থেকে দুই নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি আজই জানালেন দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের শুরুর দিনক্ষণ। সঙ্গে দিলেন কর্মসংস্থানের নতুন দিশাও।

মঙ্গলবার কর্নজোড়ায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাজ্যের এই দুই জেলায় চলতে থাকা সরকারি প্রকল্পের সমস্ত খতিয়ান নেন মুখ্যমন্ত্রী। আর তার পরেই নতুন দুই কার্ডের কথা ঘোষণা করেন তিনি। যদিও মৎস্যজীবীদের জন্য এই বিশেষ কার্ডের কথা হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে পূর্বেই ঘোষণা করেছিলেন। এবার শিল্পীদের জন্য ‘আর্টিসন’ কার্ডের কথা ঘোষণা করলেন। দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প থেকে প্রদান করা হবে এই কার্ড। এই কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন শিল্পীরা। পাশাপাশি পরবর্তী দুয়ারে সরকারের দিনও জানান মুখ্যমন্ত্রী। ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে রাজ্যে চলবে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের দ্বিতীয় পর্যায় চলবে জানুয়ারির ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বড় মাঠে বসতে চলেছে এই ক্যাম্প। এদিন মুখ্যমন্ত্রী বৈঠক থেকে স্থানীয় বিধায়কদেরও আমজনতার পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন। তিনি বলেন, “জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করতে হবে। যাতে সাধারণ মানুষ কোনও পরিষেবা থেকে বঞ্চিত না হন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব নাগাল্যান্ড সরকার । এম ভারত নিউজ

নাগাল্যান্ডের মন জেলায় শনিবার কেন্দ্রীয় সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর ফের আরও একবার জোরদার হল উত্তর-পূর্ব ভারত থেকে আফস্পা প্রত্যাহারের দাবি। সোমবার একযোগে আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন নাগাল্যান্ড এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা। মঙ্গলবার নাগাল্যান্ড মন্ত্রিসভায় আলোচনার ভিত্তিতে গৃহীত হয়েছে এই প্রস্তাবও। আফস্পা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারকে […]

Subscribe US Now

error: Content Protected