বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জল বেড়েছে। গত ২৪ ঘন্টায় কালিম্পং-এর বাগরাকোট, জলপাইগুড়ির গাজোলডোবা , দার্জিলিং এর ঝালং,নাগরাকাটা,মূর্তি,চম্পাসারি,শিলিগুড়িতে প্রবল বৃষ্টি হয়েছে। এছাড়াও প্রবল বৃষ্টি হয়েছে কোচবিহারের মাথাভাঙা-কোচবিহার, আলিপুরদুয়ারের বারোভিসা-কুমারগ্রামে। অতিপ্রবল বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির ডায়না, আলিপুরদুয়ারের হাসিমারা, বক্সাদুয়ারে। এর জেরে পাঁচটি জেলার বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। অনেক চা-বাগান প্লাবিত হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন জায়গাও জলমগ্ন।