উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি , অস্বস্তিতে জনজীবন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিন প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জল বেড়েছে। গত ২৪ ঘন্টায় কালিম্পং-এর বাগরাকোট, জলপাইগুড়ির গাজোলডোবা , দার্জিলিং এর ঝালং,নাগরাকাটা,মূর্তি,চম্পাসারি,শিলিগুড়িতে প্রবল বৃষ্টি হয়েছে। এছাড়াও প্রবল বৃষ্টি হয়েছে কোচবিহারের মাথাভাঙা-কোচবিহার, আলিপুরদুয়ারের বারোভিসা-কুমারগ্রামে। অতিপ্রবল বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির ডায়না, আলিপুরদুয়ারের হাসিমারা, বক্সাদুয়ারে। এর জেরে পাঁচটি জেলার বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। অনেক চা-বাগান প্লাবিত হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন জায়গাও জলমগ্ন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভর দুপুরে ভূতের জ্বালায় অতিষ্ঠ , থানায় নালিশ যুবকের । এম ভারত নিউজ

“ভরা দুপুরবেলা ভূতে মারে ঢেলা”। আর সেই ভূতের জ্বালাতেই অতিষ্ঠ হয়ে সোজা থানায় দৌড়লেন গুজরাটের এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের জামবুঘোড়ার পঞ্চমহল জেলায়। মঙ্গলবার হঠাৎই থানায় গিয়ে হাজির হন বছর ৩৫ এর এক ব্যক্তি। তাঁর অভিযোগ ক্ষেতে চাষ করার সময় ভুতেরা এসে বিরক্ত করছে তাঁকে। শুধু উৎপাতই নয়, […]
national_02

Subscribe US Now

error: Content Protected