
প্রতিশ্রুতি কি শুধুই শো-অফ ? তবে কেন মিলল না স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা ? রাজ্য সরকারের অন্যতম প্রকল্প স্বাস্থ্যসাথী। যে প্রকল্পে বিনামূল্যে সাধারণ মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় বলে দাবি সরকারের। ইতিমধ্যে প্রচুর মানুষকে এই কার্ড তৈরি করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভোটের মুখে দুয়ারে সরকার প্রকল্পের অধীনে ব্লকে ব্লকে চলছে সেই কার্ডের জন্য যাবতীয় প্রক্রিয়াকরণ। এখন প্রশ্ন আদৌও কী এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। কেউ কেউ বলেছেন হ্যাঁ। কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে একটি মাঝ বয়সী লোক হাতে একটি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন।
ওই ব্যক্তির অভিযোগ, এই কার্ড থাকা সত্ত্বেও তিনি কোনও পরিষেবা পাননি। তাঁর দাবি, তাঁর মায়ের চিকিৎসার জন্য কার্ড রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিনামূল্যে কোনও পরিষেবা মেলেনি। তাঁর অভিযোগ, সরকার ভদ্রভাবে প্রতারণা করছে সাধারণ মানুষের সঙ্গে। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চান বলেও ভিডিয়োর মাধ্যমে জানান। অথচ কয়েকদিন আগেও খাস নবান্নে বসেই হাতে কার্ড নিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই কার্ডের মাধ্যমে আমজনতা সরকারি-বেসরকারি উভয় হাসপাতালেই সুবিধা পাবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত। তবে সঠিক কোনটা? যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এম ভারত নিউজ।