পঞ্জশিরেরই আছেন মাসুদ, দাবি নর্দান এলাইন্সের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

হিন্দুকুশ পর্বত মালার উপত্যকা অঞ্চলকে ঘিরে দন্ধ কাটছে না কিছুতেই। একদিকে যেমন তালিবানরা দাবি করছে , ইতিমধ্যেই হিন্দুকুশ পর্বতমালার পঞ্জশির এলাকার তাদের দখলে এসেছে। ঠিক তেমনি নর্দান অ্যালায়েন্সের দাবি,পঞ্জশির দখল করার মত দুঃসাহস দেখাতে পারছে না তালিবানরা। তাদের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে পঞ্জশির। গত কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে উপত্যকা অঞ্চল থেকে পালিয়ে গিয়েছেন মাসুদ। আশ্রয় নিয়েছেন ইরান বা ইরাকের মত কোন দেশে। তবে একথা সম্পূর্ণভাবে নস্যাৎ করেছে আফগানিস্তানের এক সংবাদ মাধ্যম। তাদের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে আফগানিস্থানেই রয়েছেন মাসুদ। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে।তাহলে কি আগামী দিনে আরও বড় কোনও হামলার ছক কষছেন তিনি ?আর সেই কারণেই কি গোপন ডেরায় রয়েছেন মাসুদ?

গত ১৫ আগস্ট আফগানিস্তান দখল করেছে তালিবানরা । তারপর থেকেই নিজেদের স্বায়ত্তশাসন জারি করার চেষ্টা করছে তারা। ওদিকে চিন্তার ভাঁজ কপালে ফেলেছিল পঞ্জশিরের মাসুদ বাহিনী তথা নর্দান অ্যালায়েন্স। যদিও ইতিমধ্যেই ৭০% রাস্তা দখল করেছে তালিবানরা, এমনটাই দাবি করা হয়েছে তালিবানদের তরফে। ওদিকে পঞ্জশিরকে জানানো হয়েছে, ৭০% রাস্তা তালিবানরা দখল করলেও এখনও পর্যন্ত সুরক্ষিত রয়েছে উপত্যকা’। আফগানিস্তানের প্রাক্তন উপ রাষ্ট্রপতি আমরুল্লা সালের দাদাকে হত্যা করে তালিবানরা। এমনকি তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে দেয়নি জেহাদী এই দুষ্কৃতীরা। সব মিলিয়ে এখনও পঞ্জশিরের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আফগানে প্রাণত্যাগ, দেশে ফিরল মার্কিন সেনানীর নিথর দেহ । এম ভারত নিউজ

আফগান ভূমিতেই প্রাণত্যাগ! অবশেষে দেশে ফিরল মার্কিন সেনানীর নিথর দেহ। প্রসঙ্গত উল্লেখ্য গত পনেরোই আগস্ট কাবুল দখল করে তালিবানরা। আর তারপর থেকেই সে দেশ থেকে সেনা উচ্ছেদ করার বিষয়ে মার্কিন প্রশাসনকে জোর দিতে থাকে তালিবানদের উচ্চতর কর্তৃপক্ষরা। অবশেষে পেন্টাগনের কথা মত ৩১ ডিসেম্বরের মধ্যেই সেনা সরিয়ে নেওয়ার চুক্তি হয় দুই […]

Subscribe US Now

error: Content Protected