মোদির মন্তব্যের প্রতিবাদ, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার বিজেপির! এম ভারত নিউজ

admin

এবার মোদির ‘মুসলিম’ বিদ্বেষী মন্তব্য নিয়ে প্রতিবাদ…

0 0
Read Time:2 Minute, 33 Second

রাজস্থানের নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদির ‘মুসলিম’ বিদ্বেষী মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার মোদির ‘মুসলিম’ বিদ্বেষী মন্তব্য নিয়ে প্রতিবাদ করায় বহিষ্কার করা হল বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেতাকে। রাজস্থানে সংখ্যালঘু মোর্চার নেতা উসমান গণিকে বহিষ্কার করল বিজেপি। কেনো মোদির মন্তব্যে প্রতিবাদ? সেই প্রশ্ন তুলেই বুধবার দলের তরফ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, রাজস্থানে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘কংগ্রেস মা-বোনেদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমান এবং অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ করে দিতে চাই।’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন উসমান গণি। তিনি সাংবাদিকদের বলেন, তিনি একজন মুসলিম হওয়ায় প্রধানমন্ত্রীর মন্তব্য তাঁকে হতাশ করেছে। তিনি যখন বিজেপির জন্য ভোট চাইতে মুসলমানদের কাছে যান। তখন সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে তাঁর কাছ থেকে উত্তর জানতে চান।

বহিষ্কৃত নেতা বক্তব্য, ‘রাজস্থানের ২৫টি আসনের মধ্যে তিন-চারটি লোকসভা আসন হারাতে চলেছে বিজেপি। এমনকি রাজ্যের জাঠ সম্প্রদায়ের মানুষ নাকি বিজেপির উপর ক্ষুব্ধ বলেও জানান তিনি। এর জন্য দল তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে তিনি তাতে ভয় পান না বলেই জানা গেছে। তাঁর এই মন্তব্যের পরই উসমানকে বহিষ্কার করে বিজেপি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রায়বেরেলি থেকে বিজেপির টিকিটের প্রস্তাব প্রত্যাখ্যান বরুণ গান্ধির। এম ভারত নিউজ

রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও ‘গান্ধি বনাম গান্ধি’ লড়াইয়ে গা ভাসাতে......

Subscribe US Now

error: Content Protected