এখনও নিয়ন্ত্রণের বাইরে রাজ্যের করোনা পরিস্থিতি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 47 Second

করোনার দ্বিতীয় সুনামিতে ভাসছে রাজ্য।কোনো লক্ষণই দেখা যাচ্ছেনা সংক্রমণ কমার। রাজ্যে দৈনিক সংক্রমনের সংখ্যা ছুঁতে চলেছে প্রায় ২০ হাজারের মাইলস্টোন। অব্যাহত মৃত্যুমিছিলও। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯হাজার ৮৪৭ জন। মৃত্যু হয়েছে ১৫৯ জনের। গত একদিনে রাজ্যে সুস্থ হয়ে ওঠেছেন ১৯হাজার ১৭ জন। যা কিনা এখনও সংক্রমনের সংখ্যার থেকে বেশ কিছুটা কম। ফলে আশার আলো দেখা যাচ্ছেনা এখনও। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ৭০ হাজার ৬৩৮টি।

অন্যদিকে দেশে লাগাতার কিছুদিন দৈনিক ৪ লক্ষের কাছাকাছি সংক্রমণের পর এখন কিছুটা হলেও নিম্নমুখী করোনা গ্রাফ। কিন্তু একদিনে অনেকটাই বেড়েছে মৃতের সংখ্যা। যা নিয়ে চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন। মৃত্যু হয়েছে ৪২০৯ জনের। এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২কোটি ৬০লক্ষ ৩১হাজার ৯৯১ জন। দেশে মোট টিকাকরণ করা হয়েছে ১৯কোটি ১৮ লক্ষ ৭৯হাজার ৫০৩ জনের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনায় ব্যবহৃত রেমডেসিভির বাতিলের দাবী চিকিৎসকদের । এম ভারত নিউজ

করোনা চিকিৎসায় কোনো কাজেই আসেনা রেমডেসিভির । এই অভিযোগ এনে করোনা চিকিৎসায় রেমডেসিভির বাতিলের দাবী জানালেন দিল্লির গঙ্গারাম হাসপাতালের চেয়ারপার্সন ডাক্তার ডি.এস রানা। তিনি জানান যে করোনা চিকিৎসায় রেমডেসিভিরের কোনোরকম চমকপ্রদ অবদান নেই। এই ওষুধটি বলতে গেলে কোনো কাজেই লাগেনা চিকিৎসায়। তাই এই ওষুধটি করোনা চিকিৎসার ক্ষেত্রে বাতিল করা উচিত […]

You May Like

Subscribe US Now

error: Content Protected