‘দেশে দুর্নীতির স্কুল চালাচ্ছেন মোদি’, অভিযোগ রাহুল গান্ধির! এম ভারত নিউজ

admin

সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ড স্কিমকে বাতিল করার রায় দেয়

0 0
Read Time:3 Minute, 44 Second

শনিবার এক্স হ্যান্ডেলে মোদিকে কটাক্ষ রাহুল গান্ধির। মোদি কালো টাকা দেশে ফেরাবেন বলে কথা দিয়েছিলেন । অথচ নির্বাচনী বন্ডে সবথেকে বেশি টাকা পেয়েছে তাঁর দল। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করলে তার নথিও দিত না এসবিআই। সেই বন্ডকে সামনে রেখে রাহুল বলেন, দেশে ‘দুর্নীতির স্কুল’ চালাচ্ছেন নরেন্দ্র মোদি। রাহুল বলেন, ‘এই স্কুলের সব বিষয় হল দুর্নীতি বিজ্ঞান।’

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ, রাহুল গান্ধি কংগ্রেসের একটি নতুন বিজ্ঞাপনের ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে নির্বাচনী বন্ড ইস্যুতে বিজেপিকে তুলোধনা করা হয়েছে। রাহুল গান্ধি হিন্দিতে যে পোস্ট করেছেন তাতে লেখা হয়েছে, ‘নরেন্দ্র মোদি দেশে ‘দুর্নীতির স্কুল’ চালাচ্ছেন। যেখানে সমস্ত অধ্যায় জুড়ে রয়েছে ‘সম্পূর্ণ দুর্নীতি বিজ্ঞান’ পড়ানো হচ্ছে । মোদির ‘দান ব্যবসা’ সহ প্রতিটি অধ্যায়ে দুর্নীতি নিয়ে বিস্তারিত পাঠ দিচ্ছেন।’

প্রাক্তন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি দাবি করেছেন, প্রধানমন্ত্রী কীভাবে এজেন্সিকে দিয়ে অভিযানের মাধ্যমে অনুদান সংগ্রহ করেছিল। অনুদান নেওয়ার পরে কীভাবে বিভিন্ন কোম্পানীর সঙ্গে চুক্তি করা হয়েছিল তাও রাহুল উল্লেখ করেন। রাহুল বলেন, ‘দুর্নীতিবাজদের ওয়াশিং মেশিন কীভাবে কাজ করে জানেন?’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এক্স-এ একই বিজ্ঞাপন শেয়ার করেছেন। বিজেপিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘তোলাবাজি সরকারকে বেছে নেবেন না । পরিবর্তন করুন। কংগ্রেসকে ভোট দিন। রাহুলের অভিযোগ, বিজেপি দুর্নীতিবাজদের আস্তানায় পরিণত হয়েছে । সেই সঙ্গে তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট সরকার এই দুর্নীতির স্কুল বন্ধ করভে। এই কোর্সটি চিরতরে বন্ধ করে দেবে।’ ফেব্রুয়ারিতে, সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ড স্কিমকে বাতিল করার রায় দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নির্বাচনী বন্ডের ডেটা শেয়ার করে তা প্রকাশ্যে আনে। কংগ্রেস অভিযোগ, নির্বাচনী বন্ডের ডেটা আদতে বিজেপির দুর্নীতির কৌশলের মুখোশ খুলে দিয়েছে। অনুদানের পালটা আদতে কোম্পানিগুলিকে বিশেষ সুরক্ষা দিয়েছিল বিজেপি। এমনও অভিযোগ করেছে কংগ্রেস।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

২৬ হাজার চাকরি বাতিল, ফেরাতে হবে সুদসহ বেতন: হাইকোর্ট। এম ভারত নিউজ

এদিন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরের কোনও...

Subscribe US Now

error: Content Protected