Read Time:1 Minute, 6 Second
বাংলা এবং কেরলে একধিকবার তল্লাশি অভিযানের পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার হয়েছে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকা মোট ৯ জন আল-কায়দা জঙ্গি। এনআইএ-র তরফে জানানো হয়েছে, ইন্টার স্টেট বা আন্তঃরাজ্য মডিউলে এই সক্রিয় সদস্যরা কাজ করত। এদের মূল লক্ষ্য ছিল নিরীহ সাধারণ মানুষদের মেরে ফেলা । দেশের বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা করছিল এরা । অনেকদিন ধরেই এদের উপর নজর রেখেছিল এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । পশ্চিমবঙ্গ এবং কেরলের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মুর্শিদাবাদ এবং এর্নাকুলাম থেকে ৯ জনকে গ্রেফতার করেছে এনআইএ-র স্পেশ্যাল টিম ।
