বারাসাত বিস্ফোরণ-কাণ্ডে হাইকোর্টে জোড়া মামলা শুভেন্দুর। এম ভারত নিউজ

admin

উল্লেখ্য, ইতিমধ্যেই বারাসাত দত্তপুকুর কাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়েছে

0 0
Read Time:2 Minute, 24 Second

বারাসাত-কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বারাসাতের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ফের সিবিআই ও এনআইএর তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির প্রশ্ন, স্টোন চিপস দিয়ে কখন বাজি তৈরি হয়? ঐ জায়গায় লুকিয়ে বোমা তৈরির কাজ চলছিল বলেও অভিযোগ জানানো হয়। উল্লেখ্য, ইতিমধ্যেই বারাসাত দত্তপুকুর কাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়েছে। তারপরেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজর্ষি লাহিড়ির তরফে আদালতে জোড়া মামলা দায়ের করা হয়। এরপরেই ঘটনাস্থলে দিয়ে সমস্ত কিছু ক্ষতিয়ে দেখেন শুভেন্দু। এলাকার মানুষদের সঙ্গেও কথা বলেছেন বিরোধী দলনেতা।

আগামিকাল সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর আগেও এনআইএর উপর রামনবমীতে হওয়া অশান্তির বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়েও রাজ্য পুলিশের তরফে কোনোরকম সহযোগিতা করা হয়নি বলেও আজকের এই মামলায় উল্লেখ করা হয়েছে। গতকালের ঘটনায় যে হারে মানুষের ক্ষতি হয়েছে এবং কিভাবে এত মানুষ মারা গেলেন সেই নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি পক্ষের আইনজীবী। বিস্ফোরণের কারণ যাতে এনআইএ ক্ষতিয়ে দেখে সেই আর্জিও জানানো হয়েছে। অন্যদিকে শমীক ভট্টাচার্য প্রশ্ন করেন, ওই এলাকায় স্টোন চিপস সহ একাধিক রাসায়নিকের সন্ধান মিলেছে। যা দিয়ে লুকিয়ে বোমা, মারণাস্ত্র তৈরি হত আর জেলায়-জেলায় এই বোমা তৈরি হচ্ছে বলেও দাবি করেন শমীক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোটের আগেই গ্রেফতার হবেন অভিষেক? মেসেজ পেয়েই চিন্তিত মমতা! এম ভারত নিউজ

যদিও কে এই মেসেজ করেছে তা তিনি স্পষ্ট করেননি

You May Like

Subscribe US Now

error: Content Protected