সেনা বাহিনীর নিরাপত্তায় নতুন উদ্যোগ কেন্দ্রের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 19 Second

শীত কি গ্রীষ্ম নিজের জীবন বাজি রেখে সব সময় অতন্দ্রপ্রহরীর মত সীমান্তে সতর্ক রয়েছেন তাঁরা। বেগতিক দেখলেই শত্রুপক্খকে দুরমুশ করতে পিছপা হননি তাঁরা। এবার সেইসব সেনা জওয়ানদের কথা মাথায় রেখে তাঁদের নিরাপত্তায় আরও জোর দিতে চাইছে কেন্দ্র। সেইরকম নিজের দেশকে সুরক্ষিত রাখতে নতুন অস্ত্রেরও ব্যবহারের পাশাপাশি নতুন বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। এই অভিনব জ্যাকেটগুলি তৈরি করছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার। নতুন এই জ্যাকেটের নাম ‘ভাবা কবচ’।


হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম মিধানিতে তৈরি করা হচ্ছে এই নতুন ধরনের জ্যাকেট। বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াও সেনা বাহিনীর নিরাপত্তায় বুলেট প্রুফ যানও তৈরি করা হচ্ছে। সেইসঙ্গেই তৈরি করা হয়েছে বিশেষ ধরনের তাঁবু। ডিসেম্বর মাসে লাদাখের মতো একাধিক জায়গায় তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে যায়। সেখানে বিশেষ ধরনের তাঁবু পাঠানো হয়েছে, তার মধ্য একসঙ্গে ৮ থেকে১০ জন সেনা থাকতে পারবেন৷ এছাড়াও শত্রু পক্ষকে হারানোর পাশাপাশি সেনাদের দেওয়া হবে পর্যাপ্ত ব্যবস্থা। শীতে ব্যবহৃত সরঞ্জাম এবং তাপ নিয়ন্ত্রক নানা বস্তু তুলে দেওয়া হচ্ছে সেনার হাতে। সঙ্গে থাকছে অত্যাধুনিক সরঞ্জাম। জানা গিয়েছে AK-47 রাইফেলের গুলিও এই জ্যাকেট ভেদ করে ঢুকতে পারবে না। ইতিমধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে কয়েকশো নতুন জ্যাকেট সরবরাহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেখুন কেমন ছিল এতদিন পর চালু হওয়া কলকাতা মেট্রোর ছবি । এম ভারত নিউজ

নিট পরীক্ষার্থীদের জন্য গতকাল রবিবারই টানা ১৭৬ দিন অর্থাৎ প্রায় ছয় মাস পর ফের যাত্রা শুরু করেছিল কলকাতা মেট্রো । আর আজ সকাল থেকে সাধারণ যাত্রীদের জন্য ফের শুরু হয়েছে কলকাতা মেট্রো পরিষেবা । সকাল ৮টা থেকে শুরু হয়েছে পরিষেবা । শেষ ট্রেন অন্তিম স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ৭টায় । […]

Subscribe US Now

error: Content Protected