মনিপুর ক্রীড়া প্রতিভার পাওয়ার হাউস : প্রধানমন্ত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 42 Second

অলিম্পিকে অংশগ্রহণের জন্য মনিপুরের ক্রীড়াবিদদের উৎসাহিত করতে মনিপুর সরকারের নয়া পদক্ষেপ হিসেবে # চিয়ার4 ইন্ডিয়া ক্যাম্পেইন চালু করা হয়েছে। আর এই ক্যাম্পেইনের প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মনিপুর এমন একটি রাজ্য যা ক্রীড়া প্রতিভার পাওয়ার হাউস। আজ সকালের দিকে মনিপুর থেকে অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদের উৎসাহিত করতে মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং # চিয়ার4 ইন্ডিয়া ক্যাম্পেইন চালু করার পরই প্রধানমন্ত্রী এই টুইট করেন। তিনি তাঁর টুইটে লেখেন, “মনিপুর ক্রীড়া প্রতিভার একটি পাওয়ার হাউস। মনিপুর সরকারের তরফে # চিয়ার4 ইন্ডিয়া এবং অন্যান্য খেলোয়ারদেরকে উৎসাহিত করার জন্য এক অনবদ্য প্রচেষ্টা করা হয়েছে।”

মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তাঁর টুইটারে লেখেন, “টোকিও অলিম্পিকে #চিয়ার 4 ইন্ডিয়া এই ক্যাম্পেইনটি চালু করার প্রকৃত উদ্দেশ্য, প্রদর্শন করতে চলেছে এমন অ্যাথলিটদের উৎসাহিত করা। এছাড়াও অলিম্পিক ক্যুইজ, অলিম্পিক ফ্যান এঙ্গেজমেন্ট ড্রাইভস এবং অলিম্পিক সিম্পোজিয়াম নামক কয়েকটি কার্যক্রম শুরু করা হচ্ছে।” এছাড়াও প্রধানমন্ত্রীর মোদি তাঁর গতকালের বেতার অনুষ্ঠান মানকি বাত চলাকালীন দেশবাসীর কাছে আবেদন জানিয়ে বলেন, ” আপনারা আমাদের দেশ থেকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বার্তা প্রেরণের ক্ষেত্রে, #চিয়ার4 ইন্ডিয়া ব্যবহার করে। ” প্রসঙ্গত উল্লেখ্য টোকিও অলিম্পিক গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর বাড়বাড়ন্তের কারণে অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। এবছর ২৩ শে জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রতিটি আক্রমণের পাল্টা জবাব দিতে তৈরি ভারত : রাজনাথ সিং । এম ভারত নিউজ

বৈদেশিক শত্রুদের আক্রমণের পাল্টা জবাব দিতে তৈরি ভারতীয় সেনাবাহিনী। সোমবারের বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে এমনই এক বার্তা দিলেন রাজনাথ সিং। এছাড়াও তিনি বলেন পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমস্ত সমস্যা সমাধানের জন্য মৌখিক আলোচনা এবং বৈঠকের বিষয়ে গুলিতে নজর দেওয়া উচিত। পাশাপাশি তিনি আরও বলেন, ” অন্য কোন দেশের তরফের […]

Subscribe US Now

error: Content Protected