সপ্তর্ষি দেবের হয়ে প্রচারে এলেন নওশাদ সিদ্দিকী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 44 Second

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেবের হয়ে আজ ভোট প্রচারে আসেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। প্রচারে আসার আগে নিউটাউনে গৌতম দেবের বাড়িতে যান তিনি। নির্বাচন নিয়ে সপ্তর্ষি দেবের বাবা প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন নওশাদ সিদ্দিকী। তারপর নিউটাউনের ঘুনি বাজারে নির্বাচনী প্রচারে যান তিনি । ঘুনি এলাকা ঘুরে প্রচার করেন তিনি। এর পাশাপাশি নিউটাউন নবাবপুর এলাকাতে সপ্তর্ষি দেব ভোট প্রচার করেন নওশাদকে সঙ্গে নিয়ে।

সপ্তর্ষি দেবের ভোট প্রচারে এসে নওশাদ সিদ্দিকী রাজারহাট নিউটাউন বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “এই এলাকায় ভোটারদের উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে কেবল আপনার এলাকার তাপস দার। ওরা আবার ক্ষমতায় এলে এমন উন্নয়ন করবে ওই যে তোলাবাজ নেতাগুলো আরো ধনী হবে। যারা ওনাকে তৃণমূলের লোক ভাবছেন, তাদেরকে বলছি তাপস দা ভোটের পরে কোথায় যাবে খেয়াল রেখেছেন তো ? আমি দায়িত্ব সহকারে বলছি আমার কাছে খবর আছে উনি দিল্লি গামী ফ্লাইটের টিকিট কেটে রেখেছেন। আগেই চলে যেত টিকিট না পেলে, টিকিট পেয়েছে কথা হয়ে গেছে। ওদের কাজই হলো দেখানো যে ধর্ম নিরপেক্ষ ভোট গুলো সব আমরা নেবো। বিশেষ করে মোল্লাদের ভোট নিয়ে জিতব। জিতে বিজেপিতে লাফ মারব। তারপর আপনার পাড়ায় যে মস্তান গুলো আছে মস্তানী করছে তারা আরও বাড় বাড়বে।”

তাপস বাবুকে আক্রমণের সঙ্গে সঙ্গেই এ অঞ্চলে ভোটে জিতলে সমস্ত গুন্ডামি তোলাবাজি বন্ধ করার প্রতিশ্রুতিও দেন নওশাদ । এবার তার দেওয়া এই সকল প্রতিশ্রুতিতে জনসমর্থন তিনি পান কিনা, সেটাই এখন দেখার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুঃসাহসিক চুরির ঘটনা বীরভূমে। এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল খোদ বীরভূমের বনসংখ্যা গ্রাম পঞ্চায়েতের অফিসেই । পঞ্চায়েতের কম্পিউটার এবং নথিপত্র সহ চুরি গেছে অনেক কিছুই। ঘটনাটি ঘটেছে সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত বনসংখ্যা গ্রাম পঞ্চায়েতে । সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানা গেছে, রাতের অন্ধকারে জানলার লোহার রড বেঁকিয়ে ভেতরে ঢোকে এক দুষ্কৃতী […]

You May Like

Subscribe US Now

error: Content Protected