চলচ্চিত্রের বাস্তবায়ন ঘটতে চলেছে ৬৬ পল্লীতে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

চলচ্চিত্রের বাস্তবায়ন ঘটতে চলেছে মহানগরীর ৬৬ পল্লী দুর্গা মন্ডপে। বাস্তবের রূপ থেকেই গল্প তুলে নিয়ে তৈরি হয়েছিল চলচ্চিত্র । আর সেই চলচ্চিত্রের রূপান্তর ঘটছে বাস্তবের মাটিতে। ভাবতে অবাক লাগলেও সত্যি । এই প্রথম মহানগরীর ৬৬ পল্লী দুর্গা পূজোর পৌরোহিত্য করতে চলেছেন চার মহিলা পুরোহিত। বর্তমান টলিপাড়ার অন্যতম বিখ্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর, ‘ব্রহ্মা জানে গোপন কম্মোটি’ ছবিতে এক মহিলা পুরোহিতের ভূমিকাতেই দেখা গিয়েছিল তাঁকে। পৌরহিত্য এবং ব্রাহ্মণ সমাজের কিছু গতানুগতিক নিয়মকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এই ছবি। ৬৬ পল্লী দুর্গা মণ্ডপের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই চার মহিলা পুরোহিত এবং অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও অভিনেতা সোহম মজুমদার।

প্রসঙ্গত উল্লেখ্য, মহানগরীর বেশ কয়েকটি রমরমা দূর্গা পূজার মধ্যে অন্যতম এই ৬৬ পল্লীর দুর্গা পুজো। দক্ষিণ কলকাতার এই প্রাচীন পুজোর পৌরোহিত্য যিনি করে এসেছেন, ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি । দীর্ঘদিন ধরে তিনিই পৌরোহিত্য করেছেন এই মণ্ডপে, তবে তাঁর হঠাৎ মৃত্যুতে নতুন পুরোহিতের খোঁজ করার প্রয়োজন পড়ে। আর এরই মধ্যে মুক্তি পায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ চলচ্চিত্র। আর সেই চলচ্চিত্রকে দেখামাত্রই মহিলা পুরোহিতদের দিয়ে পুজো করার বিষয়ে সুনিশ্চিত করে ফেলেন পুজো কমিটির সদস্যরা। আর তারপরই যোগাযোগ করা হয় শুভমস্ত দলের সঙ্গে। এবার ৬৬ পল্লীর পুজোমণ্ডপে যারা পূজো করতে চলেছেন ,সেই চার মহিলা পুরোহিত হলেন, নন্দিনী, সেমন্তী, পৌলমী ও রুমা। ইতিমধ্যেই আজকের খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের ভারতীয় মৎস্যজীবীদের ওপর হামলা শ্রীলঙ্কান নৌসেনার । এম ভারত নিউজ

আচমকাই ভারতীয় মৎস্যজীবীদের উপর পাথর ছুড়তে থাকে শ্রীলংকার নৌ-সেনারা। ঠিক এমনটাই দাবি করা হল ভারতীয় মৎস্যজীবীদের তরফে। জানা যাচ্ছে আজ তামিলনাড়ুর রামেশ্বরমের কাছে হঠাৎই ভারতীয় মৎস্যজীবীদের ওপর পাথর ছোঁড়ে শ্রীলংকান নৌসেনারা। জানা যায় এর ফলে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভারতীয় বোট। পাশাপাশি ছিড়ে গেছে অনেকগুলি জাল।প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল গভীর […]
news_917

Subscribe US Now

error: Content Protected