চার তলার কার্নিশ টপকে পালানোর চেষ্টা করোনা রোগীর, ধুন্ধুমার কান্ড কলকাতা মেডিক্যাল কলেজে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

কলকাতা মেডিকেল কলেজের চারতলার কার্নিশ টপকে পালাতে চেষ্টা করলেন এক করোনা রোগী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে। মঙ্গলবার সকালে রীতিমতো দমকল ডেকে উদ্ধার করতে হয় তাঁকে।

মঙ্গলবার কাক ভোরে কাজ শুরু করেছিলেন হাসপাতালের সাফাই কর্মীরা। হঠাৎ তাঁরা দেখতে পান করোনা ওয়ার্ডের চারতলার কার্নিশে বসে পা দোলাচ্ছে এক ব্যক্তি। ওই ব্যক্তিও যে করোনা আক্রান্ত তা নিয়ে সন্দেহ ছিল না কারোরই। ওই ব্যক্তি ওখানে কী করছেন তা সাফাই কর্মীরা অনেকবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেননি তিনি। ততক্ষণে খবর পাওয়া যায় যে কোভিড ওয়ার্ড থেকে নিখোঁজ এক রোগী। এরপরই হুলুস্থুলু বেঁধে যায় হাসপাতাল চত্বরে। হাসপাতালের তরফেই খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকল এবং পুলিশকর্মীরা এসে পিপিই কিট পরে লম্বা মই লাগিয়ে উদ্ধার করেন ওই ব্যক্তিকে।

হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীর বলেন “কার্নিশ টপকে পালাতে চেয়েছিলেন ওই করোনা রোগী। কিন্তু চারতলার কার্ণিশে নেমে টের পান সেখান থেকে লাফ দিলে হাত পা ভেঙে চৌচির হয়ে যাবে। এদিকে ওখান থেকে যে ফের ওয়ার্ডে ফিরে যাবেন সে উপায়ও নেই। কার্যত বাধ্য হয়েই চুপচাপ বসে পা দোলাচ্ছিলেন। প্রায় দেড় ঘণ্টা কার্নিশেই ছিলেন তিনি।”

দীর্ঘদিন হাসপাতালের বন্দী জীবনের ফলে অবসাদ গ্রস্ত হয়ে মুক্তির খোঁজেই পালাতে চেয়েছিলেন ওই রোগী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে অবশ্য মুখ খুলতে চাননি হাসপাতালে সুপার মানব নন্দী। কিভাবে নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে পালিয়ে যেতে পারলেন একজন করোনা রোগী তা নিয়ে উঠছে প্রশ্ন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গুলির লড়াইয়ে মৃত ৩ জেহাদি, বড়সড় নাশকতার ছক বানচাল জম্মু কাশ্মীরে । এম ভারত নিউজ

আবারও গুলির লড়াই ভূস্বর্গে। জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত তিন জঙ্গী। ওই তিনজনই পাক মদতপুষ্ট জঙ্গী সংগঠন লস্কর-ই-তইবার সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে সন্ত্রাসবাদীদের।গোপন সূত্রে খবর, খবরের ভিত্তিতে এদিন সকাল থেকেই ওই এলাকায় সামরিক অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী, আধা […]

Subscribe US Now

error: Content Protected