প্রাকৃতিক অক্সিজেন সমৃদ্ধ সেফ হোম তৈরি হল কলকাতায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

করোনা রুখতে এবার তৈরি করা হল প্রাকৃতিক অক্সিজেন সম্বন্ধিত কনসেনট্রেটর এবং সেফহোম। জানা যাচ্ছে এই সেফহোমটি শোভাবাজারের দর্জিপাড়ার মাতৃসদনে তৈরি করা হয়েছে ।করোনা পরিস্থিতিতে নাজেহাল দেশ তথা রাজ্যবাসীর মৃত্যুর এক এবং অন্যতম কারণ অক্সিজেনের ঘাটতি। আর এবার সেই সমস্যা মেটাতেই তৈরি করা হল এই প্রাকৃতিক অক্সিজেনের কনসেনট্রেটর। এবার প্রশ্ন হল এই প্রাকৃতিক অক্সিজেন কনসেনট্রেটরটি আসলে কি? প্রধানত প্রাকৃতিক অক্সিজেনের উৎস হল গাছ । তাই ২৪ ঘন্টায় সর্বোচ্চ অক্সিজেন উৎপাদন করতে পারে এমন দশটি গাছ নিয়ে এসে সরাসরি বসানো হচ্ছে এই সেফ হোম গুলিতে।

জানা যাচ্ছে কলকাতা কর্পোরেশনের জায়গায় চালু হচ্ছে এই সেফ হোম।সেফ হোমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেন অতীন ঘোষ। প্রধান উদ্যোক্তা রাজ্যের বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই সেফহোম গুলিতে যে সমস্ত গাছগুলি রাখা হয়েছে সেগুলি হল, অ্যালোভেরা, পিপুল গাছ,স্নেক ট্রি, আরেকা পাম, নিম, অর্কিড, গের্বেরা (কমলা), ক্রিসমাস ক্যাকটাস, তুলসী, মানি প্ল্যান্ট। জানা যাচ্ছে এই সেফহোমটিতে কুড়ি বেডের অক্সিজেন কুড়িটি কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার সহ ছয় জন ডাক্তার ও আয়া ও তিনজন নার্স নিয়ে কাজ করা হচ্ছে। এই প্রসঙ্গে শশী পাঁজা জানান, ‘যে গাছগুলো বেশি অক্সিজেন দেয় তাদেরকে রেখেছি। একটু অন্যরকম ভাবে ভাবতে চাইছি। এটা লং টার্ম প্রসেস। কারও যদি হঠাৎ দরকার পরে অক্সিজেন সেটাতে এই পদ্ধতি কাজ করবে না, তাই অক্সিজেন কোনসেনট্রেটর রাখা হয়েছে কিন্তু এটা বড় ভাবে দেখতে গেলে এর সুদুরপ্রসারী ফল ভালো। সেটা করতে চেয়েছি’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

৩ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরনে ছাড়পত্র চিনে । এম ভারত নিউজ

করোনা মোকাবেলায় জরুরি ছাড়পত্র পেল সিনোভেক বায়োটেকের ভ্যাকসিন। জানা যাচ্ছে চীনে করোনা মোকাবেলায় গণ টিকাকরণের ক্ষেত্রে এবার যুবক যুবতীদের পাশাপাশি আওতাভুক্ত করা হচ্ছে শিশুদের। জানা যাচ্ছে চীন বিশ্বের প্রথম এমন দেশ যারা শিশুদের টিকাকরনের ক্ষেত্রেও অনুমোদন দিয়েছে ইতিমধ্যেই। যদিও ইতিমধ্যেই এই টিকাটি ১৮ বছরের বেশি বয়সের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে […]

Subscribe US Now

error: Content Protected