ফের কলকাতায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 19 Second

আজ ফের কলকাতায় ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম ,নির্বাচনের পর থেকেই বেলাগাম বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। করোনা সংক্রমনের মাঝে নাজেহাল রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলছে ঊর্ধ্বমুখী দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ১৯ পয়সা।কলকাতায় পেট্রোলের নতুন দাম ৯৩ টাকা ১১ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা। ডিজেলের দাম বর্তমানে ৮৬ টাকা ৬৪ পয়সা।

বর্তমানের দিল্লিতে পেট্রোলের দাম ৯৩.০৪ টাকা, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৩.৮০ টাকা। চেন্নাই আজ পেট্রোলের দাম বৃদ্ধি হয়ে নয়া দাম ৯৪.৭১টাকা ডিজেলের বর্তমান মূল্য ৮৮.৬২ টাকা। মুম্বাইয়ে বর্তমানে পেট্রোলের দাম ৯৯.৩২ টাকা, ডিজেলের দাম ৯১.০১ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য গত দু’দিনে পেট্রোলের দাম অপরিবর্তিত থাকলেও , আজ সকালেই ঊর্ধ্বগামী পেট্রোপণ্যের দাম। ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের অনেক শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত ২৬ শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে ভারতের ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনার সূচি ঘোষণার পর থেকেই অব্যাহত ছিল পেট্রোলের দাম। তবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। মূলত পেট্রোপণ্যের দাম নির্ভর করে বিশ্ব বাজারে।পেট্রোলের দামের ওঠানামা এবং শুল্কহারের ওপরে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

BIG BREAKING : ৪ নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ, মতভেদ দুই বিচারপতির । এম ভারত নিউজ

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নারদা মামলায় অভিযুক্ত ৪ হেভিওয়েট নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দিলেন হাইকোর্ট-এর প্রধান বিচারপতি । তাঁদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই প্রস্তাব দিচ্ছে হাইকোর্ট বলেই জানা যাচ্ছে । জামিন মঞ্জুর হলেও প্রধান বিচারপতির এই নির্দেশে সহমত নন সহ বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় । দুই বিচারপতির মধ্যে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected