করোনায় মৃত খেলোয়াড়ের পরিবারকে আর্থিক সাহায্য ক্রীড়ামন্ত্রকের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 26 Second

মৃত হকি খেলোয়াড়দের পরিবারকে আর্থিক সহযোগিতা ঘোষণা করা হল ক্রীড়ামন্ত্রকের তরফে। ভারতীয় হকির দুই কিংবদন্তি , রবীন্দ্র পাল সিং ও মহারাজ কৃষ্ণ কৌশিক, একই দিনে দুটি নক্ষত্র পতন ঘটেছে হকির জগতে।এমন অবস্থায় ভারতীয় হকির দুই কিংবদন্তি তারকার পরিবারের পাশে দাঁড়াল দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। মৃত দুই কিংবদন্তি খেলোয়াড়ের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতার ঘোষণা করেছেন ভারতের ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিযু।

১৯৮০ সালের মস্কো অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় দলের দুই কিংবদন্তি রবিন্দর পাল সিং ও এমকে কৌশক দীর্ঘদিন যাবত করোনার সংক্রমনের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। শনিবার ৬১ বছর বয়সে, কিংবদন্তি খেলোয়াড় রবীন্দ্রের মৃত্যুর পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ৬৬ বছর বয়সী কিংবদন্তি হকি খেলোয়াড় এম কে কৌশিক। ফুসফুসের সমস্যার কারণে ভেন্টিলেশনে ছিলেন এমকে কৌশিক। তারপরই শোকের ছায়া নেমে আসে ভারতীয় হকি মহলে। দেশের এই কঠিন পরিস্থিতিতে এই দুই কিংবদন্তি খেলোয়াড়কে হারিয়ে বেশ কিছুটা দিশেহারা ক্রীড়াজগৎ।

ভারতের দুই কিংবদন্তি পরিবারের পাশে দাঁড়িয়ে ভারতের ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিযু একটি টুইট করে জানান, ‘করোনার জন্য আমরা হকির দুই কিংবদন্তিকেই হারিয়েছি। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এম কে কৌশিক জি এবং রবীন্দ্র পাল সিং জির অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। সহায়তা স্বরূপ, ক্রীড়া মন্ত্রণালয় থেকে শোকাহত পরিবারগুলিকে পাঁচ লাখ টাকা দেওয়া হচ্ছে। দুঃখের এই মুহুর্তে আমরা তাদের পাশে আছি।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

একই দিনে পর-পর দু'টি মৃত্যুর ঘটনা রামপুরহাটে । এম ভারত নিউজ

ভোট-পরবর্তী হিংসা এবং করোনা পরিস্থিতির জেরে বেসামাল রামপুরহাটে, একই দিনে পরপর দুটি মৃত্যুর ঘটনায় নাজেহাল রামপুরহাটবাসী। একদিকে বীরভূমের রামপুরহাট হাটতলা মোড় এলাকায় একটি বহু পুরনো ওষুধের দোকানে কর্মরত প্রদীপ মন্ডল নামে এক ব্যক্তি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ওষুধের দোকানের পাশের একটি গলিতে। মৃত ব্যক্তির বাড়ি রামপুরহাট থানার সিউড়া গ্রামে। ওষুধের […]

Subscribe US Now

error: Content Protected