গুজরাতে কোভিড হাসপাতালে আগুন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

গুজরাতের রাজকোটে কোভিড হাসপাতালে আগুন। শুক্রবার ভোরে শিবানন্দ হাসপাতালের আইসিইউ বিভাগে প্রথম আগুন লাগে। কমপক্ষে ৬ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আইসিউতে মোট ১১ জন রোগী ছিলেন। যখন আগুন লাগে সেসময় হাসপাতালে মোট ৩৩ জন রোগী ভর্তি ছিলেন। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে আইসিইউ থেকেই আগুন লাগে। আগুনের কারণ জানার চেষ্টা চলছে। দমকলের এক আধিকারিক জানান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

এদিন আইসিইউ থেকেই আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। আগুনে বেশ কয়েক জন রোগী জখম হয়েছেন। অন্য হাসপাতালে পাঠিয়ে তাঁদের চিকিত্‍‌সার ব্যবস্থা করা হয়েছে। গুরুতর জখম রোগীদেরও আপদকালীন ভিত্তিতে চিকিৎসা শুরু হয়েছে বলে খবর। রাজকোট শহরের এই হাসপাতালটিকে কোভিড রোগীদের চিকিত্‍‌সার জন্য নির্দিষ্ট করা হয়েছে।

প্রসঙ্গত করোনা সংকটের মধ্যেই বিগত কয়েক মাসে বেশ কয়েকটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই আইসিইউ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, ভেন্টিলেটর মেশিনে শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা ঘটেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের দুর্ঘটনার কবলে মিগ-২৯ । এম ভারত নিউজ

ফের দুর্ঘটনায় মিগ-২৯ যুদ্ধবিমানে। এবার প্রশিক্ষণ চলাকালীন সমুদ্রে ভেঙে পড়ল নৌবাহিনীর এই যুদ্ধবিমান।দুর্ঘটনার পর এক বিমানচালককে উদ্ধার করা হয়েছে। তবে, খোঁজ মেলেনি তাঁর সঙ্গীর। তাঁর খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ প্রশিক্ষণের জন্যে আরব সাগরের ওপর চক্কর কাটছিল ওই মিগ ২৯ যুদ্ধবিমানটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই […]

Subscribe US Now

error: Content Protected