সপ্তাহের প্রথমদিনেই বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি মুম্বইবাসীর। সোমবার সকালে গ্রিড ফেলিওরের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে বাণিজ্যনগরীর একাধিক এলাকা। বিদ্যুৎ বিভ্রাটে স্তব্ধ হয়ে যায় মুম্বইয়ের ট্রেন পরিষেবা। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ট্র্যাকের ওপর দিয়েই হাঁটতে শুরু করেন যাত্রীরা। সোশ্যাল সাইটে ভাইরালও হয় সেই ভিডিও। মুম্বইয়ের মতোই হাল থানে, নবি মুম্বই সহ সমগ্র মুম্বই মেট্রোপলিটন রিজিয়নের। তবে ঘন্টাখানের মধ্যেই ফের বিদ্যুৎ পরিষেবা ফিরতে শুরু করে। খড়ঘর, দক্ষিণ মুম্বইয়ের চার্চগেট এবং থানায় মুমব্রা সহ বিভিন্ন এলাকায় পরিষেবা পুনরায় চালু হয়। মূলত মুম্বইয়ের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্ট জানিয়েছে টাটাদের লাইনে বিভ্রাটের জন্যেই এই পরিস্থিতি।

তবে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও বম্বে স্টক এক্সচেঞ্জে ট্রেডিং বন্ধ হয়নি। যদিও মুম্বই বিশ্ববিদ্যালয় তাদের সমস্ত অনলাইন পরীক্ষা বাতিল করে দিয়েছে। আগামী রবিবার দিন এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।