ভ্যাক্সিন নিতে বিমান পাঠাচ্ছে ব্রাজিল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 44 Second

পূর্বঘোষণা মত টিকাকরণ শুরু হচ্ছে জনসাধারণের জন্য আগামী শনিবার থেকে। গত কয়েক সপ্তাহ ধরে ভ্যাকসিনের ড্রাইরান চলেছে গোটা দেশজুড়ে। ইতিমধ্যেই ব্রাজিলের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে , টিকা কেনার জন্য বিমান পাঠাচ্ছে ব্রাজিল। যদিও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। ভারতের তরফ থেকে জানানো হয়েছিল, যে সমস্ত দেশের সাথে টিকার কন্ট্রাক্ট করা হয়েছে তার প্রত্যেকটি দেশ পাবে তবে সময়ের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

যদিও ব্রাজিলের তরফ থেকে জানানো হয়েছে , যে তারা একটি বিমান পাঠাচ্ছেন মুম্বাই শ্রীরাম ইনস্টিটিউট থেকে টিকা সংগ্রহের জন্য। এমনকি ভারতের টিকাকরণ শুরু হওয়ার পূর্বেই টিকা সহ বিমানটি উড়ে যাবে ব্রাজিলের উদ্দেশ্যে। ব্রাজিলের সাথে ভারতের পূর্ব চুক্তি অনুসারে করণা টিকা আবিষ্কার এর পরেই ব্রাজিলকে টিকা পাঠানোর কথা হয়েছিল সে ক্ষেত্রে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোর জানিয়েছেন যে দ্রুত কুড়ি লক্ষ টিকা সরবরাহের জন্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখবেন তিনি।

ব্রাজিল সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই চিঠি পাঠানোর পরে ভারতের থেকে অনুমোদন দেওয়া হয়েছে টিকা রপ্তানির। এটি খুশি হয়ে ব্রাজিলের হাই কমিশন জানিয়েছেন এটি অন্যতম নিদর্শন ভারত ব্রাজিল সম্পর্কের। এমনকি সরকারিভাবে ছাড়পত্রের পরে পাঁচ দিনের মধ্যে শুরু হবে সাধারণ মানুষের টিকাকরণ। যদি ওই দিকে অন্য সুরে গান গাইছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব তিনি জানিয়েছেন আগামী শনিবার থেকে ভারতের টিকাকরণ শুরু হচ্ছে সে ক্ষেত্রে এই মুহূর্তে টিকা রপ্তানি করা সম্ভব নয় কোনভাবেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দিল্লিতে জরুরি তলব বঙ্গ বিজেপি নেতাদের । এম ভারত নিউজ

আসন্ন ভোটের আগে দিল্লি থেকে ডেকে পাঠানো হল বঙ্গ বিজেপি নেতাদের । দলের সদর দফতরে বেলা তিনটে নাগাদ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে জরুরি আলোচনা। সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী ,বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষদের পাশাপাশি বৈঠকে থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। […]

Subscribe US Now

error: Content Protected