সাত পাকে বাধা পড়লেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন স্ত্রী মধুরিমার সাথে। বৃহস্পতিবার সন্ধ্যে বেলা গাটছড়া বাধলেন তারা। প্রথমে রেজিস্ট্রি করার পর মালা বদল ও শেষে সিঁদুর দান পর্ব সাড়লেন অনির্বাণ-মধুরিমা।বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে। অতিথিদের মধ্যে ছিলেন উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, জয়রাজ ভট্টাচার্য সহ আরো কয়েকজন। শুক্রবার অনুষ্ঠিত হবে তাদের রিসেপ্সহন যেখানে উপস্থিত থাকবেন টলি পাড়ার অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।
বিয়ের অনুষ্ঠাণ যথেষ্টই ছিমছাম ভাবে হয়েছে। সেখানে মিডিয়ার প্রবেশ নিষেধ ছিল। নিজের কাছের মানুষদের সাথে শান্তিপূর্ণ ভাবে কাটাতে চেয়েছেন অভিনেতা । পাশাপাশি এই কোভিড পরিস্থিতিতে যথেষ্ট সতর্কতা ও অবলম্বন করা হয়েছে। অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন প্রায় ১৫০ জন। নবদম্পতির চোখে মুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট।