নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : বিজেপির মণ্ডল সম্পাদকের দোকানে আগুন লাগানোর অভিযোগ। পূর্ব মেদিনীপুরের খেজুরির ঘটনা। ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে বাড়ছে রাজনৈতিক হিংসা। তারমধ্যে সবচেয়ে বেশি শিরোনামে উঠে আসছে পূর্ব মেদিনীপুরের নাম। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পরই বারবার উত্তপ্ত হয়ে উঠছে এই জেলা। বৃহস্পতিবার রাতেও রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়ল এলাকায় । অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে খেজুরি ২ নম্বর ব্লকের নারায়ণচক এলাকায় দুটি দোকানে আগুন ধরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত হয় লক্ষাধিক টাকার জিনিসপত্র। সকালে গিয়ে দোকান পোড়া দেখতে পেয়ে খেজুরি থানায় খবর দেন দোকান মালিক তথা বিজেপির মণ্ডল সম্পাদক। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
এদিন নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা অভিযোগ অন্তর্দ্বন্দ্বের ফলেই এ ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে কোনোভাবেই তৃণমূল জড়িত নয় বলেই দাবি তাদের। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।