দর্শকশূন্যই থাকছে পুজো মণ্ডপ। রায়ে পুনর্বিবেচনার আর্জি খারিজ করা হলেও রায়ে আংশিক পরিবর্তন করা হয়েছে। যেমন বড়পুজো মণ্ডপে ঢোকার ক্ষেত্রে ৬০ জনের তালিকা দিতে পারবেন উদ্যোক্তারা। তবে সেক্ষেত্রে ৪৫ জনের বেশি মণ্ডপে ঢুকতে পারবেন না। অন্যদিকে, ছোট পুজো মণ্ডপের ক্ষেত্রে ৩০ জনের তালিকা তৈরি করতে পারবেন উদ্যোক্তারা। সেখানেও সবোর্চ্চ ১৫ জন উপস্থিত থাকতে পারবেন। সকাল ৮টার মধ্যেই মণ্ডপের বাইরে তালিয়ে ঝুলিয়ে দিতে হবে উদ্যোক্তাদের। প্রতিদিন তা আপডেটও করতে হবে উদ্যোক্তাদের। এন্ট্রিজোনের আওতায় থাকছেন না ঢাকিরা। তবে মণ্ডপের ভেতরে ঢুকতে পারবেন না তাঁরা। সেইসঙ্গে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে প্রত্যেককে। তবে সিঁদুর খেলার অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, পুজোর দিনগুলিতে সরকারি বাস পরিষেবা থেকে বঞ্চিত হতে চলছে যাত্রীরা। বুধবার সরকারি বাস সংগঠনের তরফ থেকে জানানো হয়, করোনা আবহে পুজোয় বাড়তি ডিউটি করতে রাজি নন বাসকর্মীরা। তাঁদের দাবি, রাজ্য সরকারকে বিষয়টি বারবার জানানো হলেও কোনও গুরত্ব না দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগেই করোনার জেরে পুলিশের অতিরিক্ত ডিউটির কারণে লালবাজারের তরফে প্রচুর সরকারি বাস তুলে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কর্মীসংখ্যা কম। অন্যদিকে, বর্তমানে গুটিকয়েত যেসকল বাস চলছে, তাও পুজোর সময় পুলিশের ডিউটির কারণে বাস তুলে নেওয়া হয়েছে।
রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 15 Second