চতুর্থ দফা ভোটে বাংলার মাটি রক্তাত্ত হয়ে উঠেছিল| হিংসার মাত্রা বেড়েই চলেছে| রাজনৈতিক উত্তেজনায় নাজেহাল আম জনতাও| শনিবার অর্থাৎ চতুর্থ দফার ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে ফেরার পথে বিজেপি-র এক নেতাকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হাঁসখালিতকে। যদিও বিজেপি-র অভিযোগ একেবারে অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি-র অভিযোগ, শনিবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছিলেন রানাঘাট হাঁসখালি থানার মামজোয়ান এলাকার বুথ সভাপতি নিত্যানন্দ সরকার। অভিযোগ, বাড়ি ফেরার পথে নিত্যানন্দকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টাও করা হয় বলে অভিযোগ।
ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে শীতলকুচি যাচ্ছেন না মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, তাই রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে তৃণমূলের| এদিকে বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের ঘাসফুল শিবির। তাদের বক্তব্য, এটা বিজেপি-র গোষ্ঠী কোন্দলের ফল, কিংবা এর পিছনে পারিবারিক কোনও বিবাদ থাকতে পারে। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নিত্যানন্দ। দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।