শপথ গ্রহণের পর জরুরি বৈঠক, নবান্নে পৌঁছোছেন মমতার মন্ত্রীসভার সদস্যরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 44 Second

ইতিমধ্যেই প্রায় সকল মন্ত্রীরাই পৌঁছে গিয়েছেন নবান্নে । পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে আজই এই বৈঠকের মাধ্যমে দায়িত্ব বন্টন করা হতে পারে বিভিন্ন মন্ত্রীদের বলেই মনে করা হচ্ছে । কিছুক্ষণ আগেই রাজভবনে শেষ হয়েছে শপথগ্রহণের অনুষ্ঠান ।করোনা পরিস্থিতিতে অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে মাত্র ৭ মিনিটে। শপথ নিয়েছেন, ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৯জন প্রতিমন্ত্রী। ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মত আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে নবান্ন সভাকক্ষে । ইতিমধ্যেই নবান্নে উপস্থিত হয়েছেন সমস্ত ভারপ্রাপ্ত মন্ত্রীরা ।

আশা করা হচ্ছে, আজই সমস্ত মন্ত্রীদের মধ্যে দায়িত্বভার বন্টন করা হবে । যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজ ১১.৩০ থেকেই শুরু হবে এই বৈঠক, তবে এখনও পর্যন্ত বৈঠক শুরু না হলেও ইতিমধ্যে বৈঠকের তোরজোড় তুঙ্গে । জানা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বৈঠক। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচন ২০২১-এ জয়লাভ করে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে ৫ই মে শপথ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য এবারের সরকার গঠনের প্রক্রিয়া অন্যবারের তুলনায় শুধু আলাদা তাই নয়, এই সরকার গঠনের অনুষ্ঠান এক অনন্য ঐতিহাসিক নজির রাখল। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই প্রক্রিয়াতে সরকার গঠনের অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে । রাজ্যের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।সেই কোভিড সংক্রমণ আটকাতে এবং পরিস্থিতি সামাল দিতে, নতুন মন্ত্রিসভার সদস্যরা ঠিক কতটা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন এবং পরিস্থিতি সামাল দিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপির জরুরী বৈঠক, বিরোধী দল নেতার নাম ঘোষণা হতে পারে আজই । এম ভারত নিউজ

হেস্টিংসের দলীয় দপ্তরে আজই হতে চলেছে বিজেপির পরিষদীয় দলের দলীয় বৈঠক। ২ কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে হতে চলেছে বৈঠক।কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নিযুক্ত দলের দুই পর্যবেক্ষক হলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। মূলত দলের অন্তরে, আভ্যন্তরীণ বিবাদ রুখতেই তড়িঘড়ি বৈঠকে বসতে চলেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু […]

Subscribe US Now

error: Content Protected