রাজ্যসভার উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণার চারদিনের মাথায় মনোনয়নপত্র জমা দিলেন জহর সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম মেনে আজ মনোনয়নপত্র জমা দিতে দেখা গেল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকারকে। দুপুরে বিধানসভায় গিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যসভার সংসদ দীনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া আসনের নয়া প্রার্থী ঘোষণা করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। এই প্রসঙ্গে তৃণমূলের তরফ থেকে একটি টুইট করে লেখা হয়েছিল ,”জহর সরকারকে রাজ্যসভার প্রার্থী মনোনীত করছি। তিনি ৪২ বছর সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে এসেছেন। ছিলেন প্রসার ভারতীর সিইও। রাজ্যসভায় তাঁর যোগদান মানুষের কাজে দেবে বলে আমরা আশাবাদী।”

সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকেও একটি নির্দিষ্ট দিনলিপি প্রকাশ করা হয়েছিল । যাতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে উপ নির্বাচনের দিন এবং প্রয়োজনে মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন উল্লেখ করা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল, “মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ২ আগস্ট। ভোট নেওয়া হবে ৯ আগস্ট। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হবে।”