Read Time:53 Second
করোনা আক্রান্ত রাজ্যের বর্ষীয়ান নেতা বিধায়ক জটু লাহিড়ী। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তিনি । তাঁকে মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এর আগে রক্তচাপ নেমে যাওয়ায় স্থানীয় নারায়ণা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই কোভিড পরীক্ষা করা হয় । মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁকে মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে নিয়ে যাওয়া করা হয়। আপাতত সেখানেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর তাঁর অবস্থা এখন স্থিতিশীল ।
