0
0
Read Time:55 Second
প্রায় তিরিশ বছরের লড়াইয়ের পর এই আনন্দক্ষণ, অযোধ্যায় বর্তমান সঙ্ঘপ্রধান মোহন ভাগবত এমনটাই বললেন মঞ্চে দাঁড়িয়ে । একবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বরসঙ্ঘ চালক মধুকর দত্তাত্রেয় দেওরস নাগপুরে আরএসএস সদর দফতরে মোহন ভাগবতকে ডেকে বলেছিলেন, “কোমর বেঁধে অন্তত বিশ-ত্রিশ বছর লড়াই করতে হবে। তাহলেই প্রতিষ্ঠিত হবে এই রামমন্দির।” সে কথা স্মরণ করে মোহন ভাগবত বললেন– ‘আজ আনন্দক্ষণ । এ মুহূর্ত ঐতিহাসিক । বহু মানুষ কতবার ভেবেছেন, বেঁচে থাকতে থাকতে রামমন্দির দেখে যাবেন। কিন্তু, তখন তা সম্ভব হয়নি। আজ হল, তাঁদের স্বপ্ন সফল হল’ ।