বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মসূচিতে কোনরকম ফাঁকফোকর রাখতো নারাজ গেরুয়া শিবির। অর্থাৎ বাংলা দখলের যে ডাক দিয়েছেন মোদি থেকে শুরু করে অমিত শাহ-জে পি নাড্ডা-কৈলাস বিজয়বর্গীয়রা, তাতে কোনরকম ঝুঁকি নিতে চাইছে না বঙ্গ ব্রিগেড। এবার তাই গ্রামীণ হাওড়া জেলা বিজেপিতে বড়সড় রদবদল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলার নতুন সভাপতি হলেন সংঘ ঘনিষ্ঠ প্রত্যুষ মন্ডল।
এতদিন জেলা সভাপতির দায়িত্বভার সামলে ছিলেন শিবশঙ্কর বেজ। যদিও শিবুবাবুও সংঘ ঘনিষ্ঠ ছিলেন। বিজেপি সূত্রে খবর, সংগঠন বিস্তারের পাশাপাশি সভা সমিতি ও সংগঠনের কাজে বক্তব্য পেশে দুর্বলতার কারণে শিবশঙ্করবাবুকে অপসারণ করল দল।

নব নিযুক্ত জেলা সভাপতি দক্ষ সংগঠকের পাশাপাশি সুবক্তা বলেই পরিচিত জেলাস্তরে। তবে আচমকাই জেলা সভাপতি বদলে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব ও কর্মী সর্মথকদের একাংশের মধ্যে। যদিও এই বিষয়ে বিশেষ নজর দিতে রাজি নয় শীর্ষ নেতারা। পাল্টা তাঁদের দাবি তৃণমূল এসব চক্রান্ত করেছে বিজেপির বিরুদ্ধে।
