
২৫ শে ডিসেম্বর মুক্তি পায় বাংলা ছবি ‘বাঘিনী
‘। মূলত সিনেমাটি তৈরী হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর । তথা একেবারে ছোট জায়গা থেকে আন্দোলন, প্রতিবাদের মধ্য দিয়ে উঠে আসা সেই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এই সিনেমাটিতে মুখ্যচরিত্রে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন কোলাঘাটের রুমা চক্রবর্তী। এটি রুমার চতুর্থ সিনেমা। ‘বাঘিনী
‘ প্রসঙ্গে রুমা জানান, এই সিনেমায় মমতা নামে তিনি অভিনয় করেননি না, সিনেমায় ইন্দিরা বন্দ্যোপাধ্যায় নামেই তিনি অভিনয় করেছেন।

কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা রুমা চক্রবর্তী ‘বাঘিনী
‘ সিনেমায় অভিনেত্রী হিসেবে সুযোগ পেয়েছেন। আর এতেই গর্বিত জেলা থেকে এলাকাবাসী। ছোট থেকে কঠিন লড়াইকে সঙ্গী করে বড় হয়ে উঠেছেন রুমা। তাঁকে জীবনযুদ্ধে হার না মানা লড়াই করে যেতে হয়েছে। অভিনেত্রীর এমন সাফল্যে আপ্লুত এলাকাবাসী।

তাঁর এমন সাফল্যে খুশি হয়ে কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে রুমা চক্রবর্তীকে সম্বর্ধনা প্রদান করা হয় । সমাজ সেবী সংগঠনের কর্মকর্তা আবেদার মল্লিক বলেন, কোলাঘাটের বাসিন্দা রুমা চক্রবর্তীর সাফল্যে আপ্লুত তাঁরা । তাঁরা সব সময় ওনার পাশে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন ।