সৌমিত্রবাবুর পরিবার নিয়ে কুরুচিকর পোস্ট সোশাল মিডিয়ায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

ফেসবুকে একের পর এক কুরুচিকর এবং বিভ্রান্তিমূলক পোস্ট দেখে ক্ষুদ্ধ সৌমিত্র কন্যা পৌলমী। মঙ্গলবার রাতে লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন তিনি। তবে তাতেও কাজ না হওয়ায় সৌমিত্র কন্যা পৌলমী এবার নেটিজেনদের কড়া ভাষায় জবাব দিলেন। এদিন তিনি লেখেন, “ননসেন্স এবং অর্ধ-সত্য…. কবে থামবে এই নোংরামো..সেলেব্রিটির পরিবার বলে যা ইচ্ছে তাই বলবে…”

প্রসঙ্গত অভিনেতার মৃত্যুর পর সোশ্যাল সাইটে তাঁর পরিবার তথা মেয়ে পৌলমীকে ঠেস দিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। পোস্ট করে বলা হয় পরিবারের সম্পর্ক মজবুত ছিল না অভিনেতার। এমনকি প্রবীণ হয়েও কোভিড পরিস্থিতিতে কাজ করতে হয়েছে বাবা সৌমিত্রকে। মেয়ে হয়ে তাতে বাধা দেননি পৌলমী। এতেই অপমানিত বোধ করেন তিনি। লালবাজারে অভিযোগ দায়ের করেন সৌমিত্র কন্যা। তবে তাতেও আক্রমণাত্মক ভাব না কমায় এবার নিজেই ফেসবুক ওয়ালে সেইসব মানুষদের কড়া জবাব দিলেন পৌলমী। শুধু তাই নয় এরপর নিজের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট অথবা ডি-অ্যাক্টিভেট করে দেন।

দীর্ঘ ৪০ দিন লড়াই শেষে পরাজিত হন অপু। বাবা চলে যাওয়ার পর আবেগঘন পোস্টে মেয়ে পৌলমী লেখেন তিনি তাঁর সহযোদ্ধাকে হারিয়েছেন। রবিবার দুপুরে বেলভিউ হাসপাতালে মাল্টি অর্গ্যান ফেলিওরে মৃত্যু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক মঠে বাবার শ্রাদ্ধ-শান্তির অনুষ্ঠান সারেন মেয়ে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অধিকারী গড়ে ভাঙন ধরাল বিজেপি । এম ভারত নিউজ

অধিকারী গড়ে ভাঙন। শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শক্তিবৃদ্ধি করল গেরুয়া শিবির। শুক্রবার বিজেপিতে যোগদান করলেন নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পবিত্র কর, নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের প্রায় 17 টি পঞ্চায়েতের বেশকয়েজন। এদিন বিজেপির হেস্টিংসের কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। […]

You May Like

Subscribe US Now

error: Content Protected