বিজ্ঞান মনস্কতায় পালিত হল ‘জাতীয় বিজ্ঞান দিবস’ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 45 Second

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ গতকাল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে পালিত হল “জাতীয় বিজ্ঞান দিবস”। এই দিনটিতে বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে নানান কর্মসূচি পালন করা হল। পুরুলিয়ার কাশিপুর শহরে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞান মনস্কতা সেমিনার, পুরুলিয়া শহরে খাদ্যে ভেজাল নিয়ে সচেতনতা ও প্রদর্শন, পাড়া থানার ভাঁউরিডিতে টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ, ঝালদা শহরে আলোচনা সভা, বান্দোয়ান শহরে সেমিনার সহ দিনভর নানান কর্মসূচির আয়োজন করা হয়। জেলার প্রায় দুই শতাধিক ছাত্র-শিক্ষক-অভিভাবক এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন।

সোসাইটির জেলা সম্পাদক রঞ্জিত জানা জানান, বর্তমান সময়ে যখন সংগঠিত ভাবে বিভিন্ন দেশ নেতারা গো-মূত্রে করোনা সারে, ডারউইনবাদ মিথ্যা এসব বলে অপবিজ্ঞানের প্রচার চালিয়ে যাচ্ছেন এছাড়াও ডাইনি অপবাদে হত্যা, নরবলির মত ঘটনা ঘটছে তখনই বিজ্ঞান মনস্কতার এমন কর্মসূচিগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির রাজ‍্য সহ-সভাপতি স্বদেশ প্রিয় মাহাত জানান, “আমরা সকলের কাছে আবেদন করছি বিজ্ঞানই হোক সকল কুসংস্কার ও অন্ধ চিন্তার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার। আসুন আমরা সকলে মিলে বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে রামমোহন, বিদ্যাসাগর, জগদীশচন্দ্র, প্রফুল্ল চন্দ্র, সিভি রমন, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসুর স্বপ্নের ‘বিজ্ঞানমনস্ক ভারত’ গড়ে তুলি”।

উল্লেখ্য, প্রায় 97 বছর আগে 1924 সালে 28 ফেব্রুয়ারি বিজ্ঞানী সিভি রমন তাঁর নামাঙ্কিত “রমণ এফেক্ট” আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন এবং বিষয়টি জনসমক্ষেও এনেছিলেন। তাঁর এই আবিষ্কারকে সম্মান জানিয়ে 1986 সাল থেকে 28 শে ফেব্রুয়ারি দিনটি “জাতীয় বিজ্ঞান দিবস” হিসেবে পালিত হয়ে আসছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাংলাকে বাংলাদেশ বানানোর প্রতিযোগিতা চলছে: দিলীপ । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, সল্টলেকঃ রবিবার অধীর চৌধুরী ও বিমান বসু নেতৃত্বে ব্রিগেডে সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ জোট একটা খিচুরি করেছে, যেখানে সবচেয়ে বড় নেতা ছিলেন আব্বাস সিদ্দিকী। বাকিরা সবাই ফিকে। সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোটের ব্রিগেড প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 2011 সালে ব্রিগেডে […]

Subscribe US Now

error: Content Protected