SSC মামলায় নয়া মোড়, সরে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এম ভারত নিউজ

admin

মূলত এসএসসি-র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ ওঠে

0 0
Read Time:2 Minute, 39 Second

নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল গোটা বাংলা। এর মধ্যেই এই মামলায় এবার নতুন মোড়! মামলা থেকে সরে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নতুন বেঞ্চ গঠন হতেই নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশেই দুই বিচারপতি দেবাংশু বসাক ও সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে ২০১৬ সালের নিয়োগ সংক্রান্ত মামলা। এরপরই নিয়োগের মামলা নিজের এক্তিয়ার থেকে বাদ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মূলত এসএসসি-র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ ওঠে। তার ভিত্তিতেই কলকাতা হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়। এরপরই হাইকোর্টের নির্দেশে বেনিয়মে চাকরি পাওয়া কর্মীদের চাকরি বাতিল করে দেওয়া হয়। তখনই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দেয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট এসএসসির নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছে। পাশাপাশি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত শেষ করার জন্য দ্রুত সময়সীমাও বেঁধে দেয় শীর্ষ আদালত। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দু’মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। এছাড়াও এই নিয়োগ মামলার শুনানির জন্যই একটী বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশও দেওয়া হয় কলকাতা হাইকোর্টকে। আর তার পরিপ্রেক্ষিতেই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশ্ন বেঞ্চ গঠন করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ। এম ভারত নিউজ

বাংলার মানুষকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলার পাশাপাশি

Subscribe US Now

error: Content Protected