নিউজিল্যান্ড লীনমল হামলাকারীর নাম প্রকাশ শ্রীলঙ্কান পুলিশের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

নিউজিল্যান্ডের লীনমল হামলার ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করল শ্রীলঙ্কান পুলিশ। জানা যাচ্ছে এই হামলার পিছনে ছিল, আহমেদ মহম্মদ সামসুদ্দিন। তিনি শ্রীলঙ্কার কাঠগুড়ির বাসিন্দা। জানা যাচ্ছে শ্রীলংকার এই কাঠগুড়ি এলাকাটি মুসলিমদের মৌলবাদের কেন্দ্র হিসেবে পরিচিত । প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলঙ্কান এই লীনমল হামলার ঘটনায় ৭ জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা যথেষ্ট গুরুতর, বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই আহমেদ মহম্মদ সামসুদ্দিন ২০১১ সালে নিউজিল্যান্ডে পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি তার এবং তার বাবার জন্য রিফিউজি স্ট্যাটাস দাবি করেন । তাদের দাবি ধার্মিক বিশ্বাসের জন্য শ্রীলঙ্কান সরকার তাদের উপর অত্যাচার করে। পরবর্তীতে ২০১৩ সালে এই রিফিউজি স্ট্যাটাস মিললে, বিভিন্ন রকম আপত্তিজনক পোস্ট শেয়ার করার জন্য পুলিশের নজরে আসেন তিনি। পরবর্তীতে সিরিয়ার আইএসআইএস জঙ্গী সংগঠনের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করলে প্রথমবারের জন্য পুলিশের নজরদারিতে আসায়, তার রিফিউজি স্ট্যাটাস খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে সামসুদ্দিন জানায়, শ্রীলঙ্কায় তার ওপর অত্যাচার হওয়ার সম্ভাবনা থাকায় শ্রীলঙ্কায় ফিরে যেতে পারবেনা সে। অবশেষে সেদেশেই থেকে গিয়ে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটায় সামসুদ্দিন। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই শ্রীলঙ্কান মুসলিম মাইনরিটি সিভিল সোসাইটির তরফ থেকে জানানো হয়েছে তারা এই ঘটনার তীব্র নিন্দা করে । পাশাপাশি তারা এও জানিয়েছেন, আগামী দিনের নিউজিল্যান্ডের পাশে থাকবে তাঁরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন না শুভেন্দু , সাফ জানিয়ে দিলেন দিলীপ । এম ভারত নিউজ

উপনির্বাচনের আগেই রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট। এদিন শুভেন্দু জানান,দল চাইলে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তিনি। কিন্তু সেই জল্পনাই জল ঢাললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাফ জানিয়ে দেন ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হবেন না শুভেন্দু অধিকারী। সোমবার মেদিনীপুর শহরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,”শুভেন্দু […]
politics_1575

Subscribe US Now

error: Content Protected