পুরভোটের আগেই রাজ্য- রাজ্যপাল সংঘাত । এম ভারত নিউজ

Mbharatuser

হাওড়া পুর বিল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে দেখা গেল রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকারকে। পুরভোটের আগেই রাজ্য-রাজ্যপাল সংঘাত বর্তমান রাজ্যে।

0 0
Read Time:2 Minute, 17 Second

হাওড়া পুর বিল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে দেখা গেল রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকারকে। পুরভোটের আগেই রাজ্য-রাজ্যপাল সংঘাত বর্তমান রাজ্যে। মূলত হাওড়া পুরসভা সংশোধনী বিল সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটি তথ্য জানতে চেয়ে রাজ্য সরকারকে টুইট করলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। জানা যাচ্ছে প্রয়োজনীয় তথ্য না পাওয়া পর্যন্ত এই বিলে স্বাক্ষর করবেন না রাজ্যের রাজ্যপাল।

সামনে পুরোভোট, আর তার আগেই পুরো সংশোধনী বিল নিয়ে নড়েচড়ে বসেছেন রাজ্যের রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য হাওড়া মিউনিসিপাল আমেন্ডমেন্ট অ্যাক্ট ইতিমধ্যেই রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়ে গিয়েছে। তবে ইতিমধ্যেই এই আইন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন রাজ্যের রাজ্যপাল। জানা যাচ্ছে এখনও পর্যন্ত বিবৃতির মাধ্যমে মোট চারটি তথ্য জানতে চেয়েছেন রাজ্যপাল । ওই চারটি তথ্য না পাওয়া পর্যন্ত উল্লেখ্য আইনে স্বাক্ষর করবেন না তিনি। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যপালের দাবি তাঁকে ইতিমধ্যেই বিলটি পাঠাতে হবে। তাছাড়াও যে নির্দিষ্ট দিনে বিলটি বিধানসভায় পাস করা হয়েছিল সেই দিনে বিধান সভার কার্যবিবরণী দিতে হবে তাঁকে ।এছাড়াও সংবিধানের ১৯৯ ধারা অনুসারে উল্লেখ্য বিলটি তৈরি করা হয়েছে কিনা সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে চেয়েছেন তিনি। এছাড়াও এই বিল নিয়ে কারোর কোন আপত্তি রয়েছে কিনা সেই বিষয়ে তথ্য খতিয়ে দেখতে বলেছেন তিনি ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নয়া সাফল্য এটিএসের, গ্রেফতার ২ রোহিঙ্গা জঙ্গি । এম ভারত নিউজ

এটিএসের মুকুটে আবারও নয়া পালক। জানা যাচ্ছে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার হয়েছে দুই রোহিঙ্গা জঙ্গী। ইতিমধ্যেই এই দুইজনকে গ্রেফতার করেছে এটিএসের এক বাহিনী। জানা যাচ্ছে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ভারতে আসার জন্য প্রয়োজনীয় জাল তথ্য এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য গুলি যোগাতে সাহায্য করত বেশ কয়েকজন ভারতীয়।

Subscribe US Now

error: Content Protected