জলবায়ু নিয়ে আলোচনায় মোদিকে আমন্ত্রণ বাইডেনের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 6 Second

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই পূর্বপ্রতিশ্রুতি মত কাজ করে চলেছেন জো বাইডেন। বিশ্বে বর্তমানে যে সমস্ত বিষয়গুলি সবার আগে নজর দেওয়া প্রয়োজন তার প্রত্যেকটিতেই নতুন নতুন কর্মসূচির সূচনা করে ফেলেছেন তিনি। আমেরিকার এই রাষ্টপতির রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা অনেক দিনের। ইতিমধ্যেই করোনা সংক্রান্ত বিষয়ে জোর দেওয়া থেকে শুরু করে মন্দা কাটাতে নতুন নতুন কর্মসূচির আবির্ভাব ঘটিয়েছেন তিনি। শুধু তাই নয় পাশাপাশি বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গঠনের জন্য ইতিমধ্যেই বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আমেরিকায়।

এমতাবস্থায় বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে সভ্য সমাজের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই গ্লোবাল ওয়ার্মিং। সেই বিষয়ে অন্যান্য দেশগুলির অবদান সম্পর্কে আলোচনা করার সময় এসে গেছে বলেই মনে করছেন তিনি । তাই আগামী ২৩ এবং ২৩ এপ্রিল একটি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আলোচনায় আসবেন ভারতসহ বিশ্বের ৪০ টি দেশ।

আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে, ক্ষমতাশালী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আবার ওদিকে অংশ নিতে চলেছেন জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, পাশাপাশি উপস্থিত থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, আরো থাকছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সৌদি প্রধান সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো ক্ষমতাধর নেতারা রয়েছে বলে জানা যাচ্ছে। এই আলোচনায় অংশ নিতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আলোচনা শেষে কোন যুক্তিযুক্ত সমাধান সামনে আসবে বলেই আশাবাদী আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইতিমধ্যেই কোন জেলায় কত শতাংশ ভোট পড়েছে, দেখে নিন । এম ভারত নিউজ

বঙ্গ নির্বাচন ২০২১ এর প্রথম দফা নির্বাচনের প্রথম দিন আজ। তাই আজ সকাল থেকেই বিভিন্ন জেলায় জেলায় ব্যস্ত ভোট গ্রহণ কর্মীরা ,পাশাপাশি সমস্ত ভোটাররাও পৌঁছে গেছেন ভোটগ্রহণ কেন্দ্রে। চারিদিক নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষীদের দিয়ে। ৫ জেলায় ৩০ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে। তথ্য বলছে বেলা […]

Subscribe US Now

error: Content Protected