কাঁথির পর এবার তমলুক পুরভোটের প্রশাসক বদল। সরানো হল তমলুক পুরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেনকে। মঙ্গলবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের জয়েন্ট সেক্রেটারি এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে তমলুক পুরসভার প্রশাসকের দায়িত্ব সামলাবেন দীপেন্দ্র নারায়ণ রায়।
পাশাপাশি প্রশাসক মণ্ডলীর সদস্য হিসেবে থাকবেন চন্দন প্রধান, সুব্রত রায়, শক্তিপদ ভট্টাচার্য, পৃথ্বীশ নন্দী, স্নিগ্ধা মিশ্র এবং চিত্ত মাইতিরা। উল্লেখ্য, তমলুক পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন দীপেন্দ্র নারায়ণ রায়। এবার তাঁকেই প্রশাসক হিসেবে নিযুক্ত করা হল। তবে কী কারণে এমন সিদ্ধান্ত তা জানা যায় নি।

উল্লেখ্য, ১১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বিশ্বজিৎ দত্ত কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। তাই তাঁর জায়গায় বিশিষ্ট আইনজীবী চিত্ত মাইতিকে এদিন প্রশাসক মণ্ডলীতে রাখা হয়। গত মে মাসে তমলুক, কাঁথি এবং এগরা পুরসভায় নির্বাচিত বোর্ডের !মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকেই তিন পুরসভায় প্রশাসক বসিয়ে কাজ চলছিল।
কাঁথি পুরসভার প্রশাসক ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তাঁকে প্রশাসক পদ থেকে সরানোর পরই বিজেপিতে যোগ দেন সৌমেন্দু। এদিন তমলুক পুরসভার প্রশাসক সরানোর আগে কি কোন ইঙ্গিত পেয়েছে তৃণমূল? এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।