বুধবার রাতে মনিপুরের টুুপুুল স্টেশনের কাছে প্রাকৃতিক দুর্যোগের ফলে ভয়াবহ ধস নামে। ভয়াবহ ধসে বিপর্যস্ত হয়ে পড়ে সমস্ত মনিপুর রাজ্য। মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সংবাদ সংস্থাকে জানান, মনিপুর রাজ্যের ইতিহাসে এত বড় ভয়াবহ দুর্ঘটনা এর আগে কোনদিন ঘটেনি। এই ভয়াবহ ধসের ফলে মৃত্যু হয়েছে প্রায় ৮১ জনের এবং অনেকেই নিখোঁজ। বুধবার রাতে মনিপুরের ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পের কাছে ভয়াবহ ধস নামে, এর ফলে অনেক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। মনিপুরের টুুপুুল স্টেশনের কাছে রেললাইন নির্মাণ কাজ চলার সময় পাহারারতো অবস্থায় ছিলেন এইসব সেনারা। ধস নামলে সেনা, রেল কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধারকাজে লেগে পড়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মনিপুরের মুখ্যমন্ত্রী আরো বলেন কেন্দ্র উদ্ধার কার্যের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা পাঠিয়েছে কিন্তু ধসের ফলে প্রচুর কাদা জমে যাওয়ায় গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চালালেও এখনো সমস্ত মৃত দেহ উদ্ধার করতে ২ থেকে ৩ দিন সময় লাগবে। ধসের ফলে এখনো প্রায় ৫৫ জন সেনা আটকে রয়েছে। মৃত সেনাদের মধ্যে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ৯ জন সেনা জওয়ান রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত সেনা জওয়ান এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছে।
মনিপুরে ভয়াবহ দুর্যোগ, মৃত ৯১ ৷ এম ভারত নিউজ
Read Time:2 Minute, 15 Second