সমুদ্র গর্ভে এবার শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌ-সেনা। শেষ পর্যন্ত সাধারণ সাবমেরিনের তুলনায় বড় সাবমেরিন তৈরি করতে অনুমতি দেওয়া হল ভারতকে। ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধি লক্ষ্যে, মেক ইন ইন্ডিয়ার “৭৫ ইন্ডিয়া” প্রকল্পের আওতায় আরও শক্তিশালী ভারতীয় সাবমেরিন তৈরি করতে উদ্যত হল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। ৬ টি সাবমেরিন নির্মাণের অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দেওয়া হিসেব অনুসারে জানতে পারে গেছে আগামী দিনেই প্রজেক্ট সম্পন্ন করতে প্রায় খরচ হতে চলেছে ৫০ হাজার কোটি টাকা।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে নেওয়া এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয় রাজনাথ সিং-এর সভাপতিত্বের একটি বৈঠকে। এগুলি তৈরি করতে নিয়োগ করা হয়েছে ভারতের দুটি নিজস্ব সংস্থাকে।একটির নাম মাজাগন ডকস লিমিটেড এবং অপরটি এলঅ্যান্ডটি। বর্তমানে সমুদ্রে ভারতীয় নৌসেনার শক্তি বৃদ্ধিতে উদ্ভূত হয়েছে ভারতীয় সরকার। জানা যাচ্ছে ভবিষ্যতে তৈরি হতে যাওয়া এই ছটি সাবমেরিনে, থাকবে অত্যাধুনিক সব অস্ত্র। জানা যাচ্ছে, অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের পাশাপাশি প্রতিটি বোটে কমপক্ষে ১২টি ল্যান্ড অ্যাক ক্রুজ মিসাইল ধারণ করার ক্ষমতা রাখবে।