Read Time:1 Minute, 20 Second
আজ সকাল সকাল আমেদাবাদের অ্যাপোলো হাসপাতালে যান রবি শাস্ত্রী । তাঁকে হাসপাতালে দেখে রীতিমত চিন্তিত ক্রীড়া জগত । কারণ, মোতেরায় ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে আর এই গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শস্ত্রীর দলের সঙ্গে থাকাটা অত্যন্ত আবশ্যক । তবে উদ্বেগের কিছুই নেই কারণ- পরে জানা যায়, ৫৮ বছরের শাস্ত্রী এদিন হাসপাতালে যান করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিতে । টিকা নেওয়ার পর নিজেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিলাম। যে চিকিৎসক ও বিজ্ঞানীদের ভূমিকার জন্য অতিমারির বিরুদ্ধে লড়তে আমাদের দেশ সক্ষম হয়েছে তাতে সকলকে ধন্যবাদ জানাই।’ পাশাপাশি টিকা নেওয়ার প্রক্রিয়ায় যথেষ্ট খুশি তিনি ।
