‘এ’ ফর অর্জুন ! ইংরেজি বর্ণমালার অন্য রূপ যোগীরাজ্যে । এম ভারত নিউজ

admin

শুধুমাত্র ইংরেজি বর্ণমালা নয় হিন্দি বর্ণমালাতেও এই পরিবর্তন করা হবে

0 0
Read Time:1 Minute, 30 Second

ইংরেজি বর্ণমালার ২৬ টি অক্ষর। এই ২৬ টি অক্ষর ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি ‘এ’ ফর আপেল, ‘বি’ ফর বল দিয়ে। কিন্তু এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে ‘এ’ ফর আপেল বদলে গেল ‘এ’ ফর অর্জুন, ‘বি’ ফর বলরাম, ‘সি’ ফর চাণক্যে। উত্তরপ্রদেশের লখনউয়ে ১২৫ বছরের পুরনো আমিনাবাদ ইন্টার কলেজে ছোটদের বইতে এই পরিবর্তন করা হয়েছে। স্কুলের উদ্দেশ্য ছোটদের ভারতের ইতিহাস, পুরাণ, সভ্যতা, সংস্কৃতি সম্পর্কে অবগত করা।

লখনউয়ের ওই কলেজের অধ্যক্ষ সাহেব লাল মিশ্র বলেন, এই মুহূর্তে ভারতের বাচ্চাদের ছোট থেকেই ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তাই তাঁরা ঠিক করান ছোট থেকে এইভাবেই ভারতের ইতিহাস সম্পর্কে জানাবেন। তিনি আরও বলেন, শুধুমাত্র ইংরেজি বর্ণমালা নয় হিন্দি বর্ণমালাতেও এই পরিবর্তন করা হবে, সেই প্রস্তুতি তাঁদের চলছে। এছাড়া শুধুমাত্র ইতিহাস ও পুরাণের চরিত্রগুলির নামই নয় তাদের সম্পর্কেও লেখা আছে বইতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চেন্নাইতে মুখোমুখি মমতা-স্টালিন, ছিলেন রাজ্যপাল গণেশনও । এম ভারত নিউজ

দক্ষিণের সুপারস্টার রজনীকান্তও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You May Like

Subscribe US Now

error: Content Protected