এনএইচআরসির বিরুদ্ধে কড়া জবাব রাজ্যের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে এনএইচআরসি-এর ভূমিকার বিরুদ্ধে কড়া জবাব দিল রাজ্য সরকার। এছাড়াও এই কমিটির সদস্যদের বিজেপি ঘনিষ্ঠতা আছে বলেই ,বারংবার দাবি করেছে রাজ্য সরকার। ২০২১ বঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার শপথ গ্রহণের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি রাজ্যে। গত কয়েকদিন ধরেই জাতীয় মানবাধিকার কমিশনের এই কমিটির কার্যকলাপ নিয়ে রাজ্য এবং রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে। বিধানসভা নির্বাচন ২০২১ এ বাংলায় তৃণমূলের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল বিজেপি । তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাছে বিপুল ভোটে হেরে গিয়ে,এখন বিভিন্নভাবে সরকারের কাজের বিঘ্ন ঘটাতে চাইছে বলেই দাবি তৃণমূলের।

রাজ্য সরকারের তরফ থেকে আদালতে এনএইচআরসির বিভিন্ন কার্যকলাপের বিষয়ে বক্তব্য পেশ করা হয়েছে । সেখানে বলা হয়েছে, ‘’এক্তিয়ার বহির্ভূত কাজ করেছে মানবাধিকার কমিশনের বিশেষ দল। মানবাধিকার কমিশনের বিশেষ দল পক্ষপাতদুষ্ট। এই দল রাজ্য সরকার বিরোধী। দলের সদস্যদের বিজেপি বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। মানবাধিকার কমিশনের দলে বেছে বেছে নিয়োগ করা হয়েছে। রাজ্য সম্পর্কে নেতিবাচক রিপোর্ট দেওয়ার জন্যই নিয়োগ। মিথ্যা সাক্ষ্য সংগ্রহের জন্য দল গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। দলের থাকা-খাওয়া বাবদ রাজ্যের খরচ প্রায় ৮ লক্ষ টাকা।’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ডেপুটেশন জমা দিলেন পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মীরা । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম : ডেপুটেশন জমা দিলেন পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ বিকাশ কর্মীরা। জানা যাচ্ছে করোনাকালে দীর্ঘদিন ধরে ইন্সেন্টিভ পাননি তাঁরা। আর সেই কারণেই বকেয়া ইন্সেন্টিভের দাবিতে এবার সিউড়িতে ডেপুটি ডিরেক্টরকে একটি ডেপুটেশন দিলেন। গত কয়েকদিন ধরে নানা কারণে খবরের শিরোনামে রয়েছে বীরভূমের সদরসহ সিউড়ি। আর এরই মধ্যে সরকারের গাফিলতির দিকটি […]
district_341

Subscribe US Now

error: Content Protected